PNB ব্যাংকের শতাধিক নিয়োগ, বেতন 36000 টাকা

Published by
targetchakri.com

 সুখবর সুখবর সুখবর ! রাজ্যের বেকার যুবক- যুবতীদের জন্য রয়েছে এবার বড় সুখবর । যে সমস্ত চাকরিপ্রার্থী দীর্ঘদিন ধরে একটি সরকারি চাকরির জন্য অপেক্ষারত তাদের জন্য রয়েছ বড়ো সুখবর । পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে নিয়োগ করা হতে চলেছে প্রচুর পরিমাণে কর্মী। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনিও এখানে আবেদন করতে পারবেন। এখানে নারী-পুরুষ সকলেই আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে । তাহলে আর দেরি কেন তাড়াতাড়ি আবেদন করতে চান আবেদন করুন আবেদন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন নিয়ে যেটা বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

পদের নাম :- পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কর্মী নিয়োগ। এখানে দুটি পদে কর্মী নিয়োগ করা হবে নিচে পদ গুলোর নাম উল্লেখ করা হলো।

পদের নাম :- OFFICER ( Fire-safety)

শূণ্যপদ সংখ্যা :- এই পদের জন্য শূন্যপদ সংখ্যা রয়েছে ২৩ টি । (SC – 3, ST – 1 OBC – 6, EWS – 2, UR – 11)

শিক্ষাগত যোগ্যতা :- এখানে আবেদন করতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক ডিগ্রি পাস। AICTE/UGC দ্বারা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। বা সাব অফিসার কোর্স/ স্টেশন অফিসার কোর্স থেকে নাগপুরে ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ থেকে মিনিমাম সিক্সটি পার্সেন্ট নাম্বার পে পাস করতে হবে।এছাড়া এখানে কাজের জন্য প্রার্থীদের ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম :- MANAGER ( security)

মোট শূন্যপদ :- এই পদের জন্য শূন্যপদ সংখ্যা রয়েছে ২৩ টি । (SC – 12, ST – 6, OBC – 21, EWS – 8, UR – 33)

শিক্ষাগত যোগ্যতা :- এখানে আবেদন করতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক ডিগ্রি পাস। AICTE/UGC দ্বারা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়া এখানে আবেদন করতে হলে প্রার্থীদের নৌ/বিমান বাহিনী পদে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স :- আপনি যদি এই চাকরি করতে চান তাহলে আপনার নূন্যতম বয়স হতে হবে ২১ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৩৫ বছর। ১ আগষ্ট ২০২২ অনুযায়ী। এছাড়া আপনি SC/ST ক্যান্ডিডেট হন আপনি ৫ বছর বয়সের ছাড় পাবেন। আর আপনি যদি OBC ক্যান্ডিডেট হয় আপনি ৩ বছর বয়সের ছাড় পাবেন। তাহলে আর দেরি কেন অতি অবশ্যই আবেদন করূন।

আবেদন পদ্ধতি :- এই পদের জন্য সম্পূর্ণ ভাবে অফলাইন এর মাধ্যমেই আবেদন করতে হবে।অফলাইনে আবেদন করার জন্য অনলাইনের মাধ্যমে আবেদনপত্র ডাউনলোড করে নির্ভুলভাবে ফিলাপ করে যা যা প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে সেগুলি সংযুক্ত করে খামে ভরে নির্দিষ্ট ঠিকানাই পাঠাতে হবে। খামের উপর লিখতে হবে Application For The Post Of ___ (পদের নাম।

প্রয়োজনীয় ডকুমেন্ট :-  এখানে আবেদন করার জন্য তোমাদের যে সমস্ত ডকুমেন্ট করে লাগবে সেগুলো হল :- 

১. সমস্ত শিক্ষাগত যোগ্যতা সাটিফিকেট।

২. ইনকাম সাটিফিকেট।

৩. পাসপোর্ট সাইজের ফটোকপি।

৪. কাস্ট সার্টিফিকেট।

আবেদন মূল্য :- এখানে SC/ST/ PWBD প্রার্থীদের জন্য আবেদন মূল্য ধার্য করা হয়েছে 59 টাকা। এবং অন্যান্য প্রার্থীদের জন্য আবেদন মূল্য ধার্য করা হচ্ছে 1003 টাকা। আবেদন মূল্য পাঠাতে হবে নীচে দেওয়া একাউন্টে।

Account Name – Recruitment of Fire Safety Officer and Security Manager , Project 2022-2023 , Account number – 9762002200000415, IFC code – PUNB0976200.

আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা :- CHIEF MANAGER ( RECRUITMENT SECTION) , HRD DIVISION , PUNJAB NATIONAL , PLOT NO – 4 , SECTOR -10 , DWARKA , NEW DELHI – 110075.

আবেদনের শেষ তারিখ :- এখানে আবেদন প্রক্রিয়া চলবে ৩০ শে আগস্ট ২০২২ তারিখ পর্যন্ত।

নিয়োগ বিজ্ঞপ্তি :- এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা বা অনলাইন টেস্ট অথবা ইন্টারভিউ এর মাধ্যমে।

এছাড়া এই আবেদনপত্র সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশান টি ডাউনলোড করুন।

Recent Posts

HAL এ শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ

বেকার চাকরী প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির সুখবর। কেন্দ্রীয় সরকার অধীনস্থ একটি বিখ্যাত সংস্থার… Read More

4 days ago

অষ্টম ও মাধ্যমিক পাস যোগ্যতায় হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ | 8 Pass Job Recruitment

সকল অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাস বেকার চাকরী প্রার্থীদের জন্য বিশাল বড় নিয়োগের সুখবর। যে… Read More

5 days ago

RRB কলকাতার অধীনে একাধিক শূন্যপদে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ | RRB Job Recruitment

পশ্চিমবঙ্গের বেকার চাকরী প্রার্থীদের জন্য আরও একটি নতুন নিয়োগের ঘোষণা। RRB কলকাতার পক্ষ থেকে বিভিন্ন… Read More

5 days ago

রাজ্য সরকারের নতুন এই নিয়ম মানলেই পাবেন ১ লক্ষ ২০ হাজার টাকা, জেনে নিন কিভাবে | Bangla Awas Yojna 2024

সবেমাত্র দুর্গাপূজো শেষ হল। সামনেই আসছে আলোর উৎসব দীপাবলী। এই উৎসবের মরশুমে উৎসবের আনন্দকে দ্বিগুণ… Read More

5 days ago

প্রতিটি কৃষককে মাসে ৩০০০ টাকা করে পেনশন দিচ্ছে কেন্দ্রীয় সরকার | Central Government PM kisan mandhan yojana

সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ ভারতবর্ষ। সৃষ্টির আদিকাল কাল থেকেই ভারতবর্ষ কৃষি প্রধান… Read More

6 days ago

ভারতীয় রেলে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় ৩৪৪৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ | RRB RAILWAY RECRUITMENT 2024

রেল পরিষেবা সঠিকভাবে পরিচালনার জন্য ভারতীয় রেলের পক্ষ থেকে প্রত্যেক বছরই হাজার হাজার শূন্যপদে কর্মী… Read More

1 week ago