RPLI Gram Sumangal Scheme : বর্তমান সময়ে পোস্ট অফিসের বিভিন্ন স্কীম রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি বিনিয়োগ করে ভালো লাভ করতে পারবেন। এইসমস্ত স্কীমগুলির মধ্যে অন্যতম হল KVP, NSC, TD (১,২,৩ ও ৫ বছরের), RD, MIS, PLI/RPLI ইত্যাদি। আজকের প্রতিবেদনে আমরা পোষ্ট অফিসের RPLI গ্রাম সুমঙ্গল স্কীম নিয়ে আলোচনা করবো। এই RPLI গ্রাম সুমঙ্গল স্কীমে আপনি মাত্র ৯৫ টাকার বিনিয়োগে পেতে পারেন ১৪ লক্ষ টাকা! কিভাবে পাবেন? জানাবো আজকের প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত ভাবে।
RPLI Gram Sumangal Scheme-এর বিস্তারিত তথ্য
গ্রাম সুমঙ্গল স্কীম ভারতীয় ডাক বিভাগের RPLI স্কীমের একটি ইন্সুরেন্স প্ল্যান। এটি একটি জীবন বীমা প্ল্যান। এই পলিসির মেয়াদ ১৫ এবং ২০ বছর। এই স্কীমে আপনি মাত্র ৯৫ টাকার বিনিয়োগে পেতে পারেন ১৪ লক্ষ টাকা। নিম্নে এই স্কীমের সুবিধা, ইন্সুরেন্স কভারেজ ও ম্যাচুরিটির হিসাব বিস্তারিত ভাবে জানানো হল।
গ্রাম সুমঙ্গল স্কীমের সুবিধা
এই স্কীমের সুবিধা পাবার জন্য আপনার বয়স ১৯ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। এই স্কীমে আপনি ১০ লক্ষ টাকা নিশ্চিত রিটার্ন পাবেন। ইন্সুরেন্স চলা কালীন অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে যিনি নমিনি থাকবেন তিনি ১০ লক্ষ টাকা এবং বোনাসের টাকা পাবেন। নমিনি না থাকলে পরিবারের লোক এই টাকা পাবেন।
গ্রাম সুমঙ্গল স্কীমের ইন্সুরেন্স কভারেজ
এই স্কীমের ১৫ বছরের পলিসির অধীনে ৬, ৯ এবং ১২ বছর পূর্ণ হলে বিমাকৃত অর্থের ২০ শতাংশ অর্থ ফেরত পেতে পারেন। বাকি ৪০ শতাংশ পরিমাণ বোনাস সহ ম্যাচিউরিটিতে পাওয়া যাবে। এই স্কীমের ২০ বছরের পলিসির অধীনে ৮, ১২ এবং ১৬ বছর পূর্ণ হলে বিমাকৃত অর্থের ২০ শতাংশ অর্থ ফেরত পেতে পারেন। বাকি ৪০ শতাংশ পরিমাণ বোনাস সহ ম্যাচিউরিটিতে পাওয়া যাবে।
গ্রাম সুমঙ্গল স্কীমের ম্যাচুরিটির হিসাব
আপনার বয়স ২৫ বছর হলে আপনি ৭ লক্ষ টাকা নিশ্চিত করে কুড়ি বছরের জন্য এই পলিসিতে বিনিয়োগ করতে পারেন। এতে আপনাকে দৈনিক ৯৫ টাকা বিনিয়োগ করতে হবে। অর্থাৎ মাসিক বিনিয়োগের পরিমাণ ২৮৫০ টাকা। ৩ মাসের বিনিয়োগ ৮৮৫০ টাকা। ৬ মাসের বিনিয়োগ ১৭,১০০ টাকা। এই হিসেবে বিনিয়োগ করলে আপনি মাচুরিটিতে ১৪ লক্ষ টাকা পাবেন।
আরও খবর পড়ুন: CLICK HERE
নিত্যনতুন এই ধরনের প্রকল্পের আপডেট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।
Join Telegram Channel : CLICK HERE
Hello, my name is Sujit Roy. I have been working on various jobs and informative content writing for three years. Through my experimental content writing experience, I provide valuable content on this website.