New Prakalpa

প্রতি মাসে ৩০০ টাকা জমিয়ে মেয়াদ শেষে ১৭ লাখ টাকা পান পোস্ট অফিসের এই স্কিমে

Published by
targetchakri.com

ভবিষ্যত জীবনের সুরক্ষার জন্য আমাদের সকলেরই উচিত কিছু পরিমাণ অর্থ সঞ্চয় করে রাখা। তবে শুধু অর্থ সঞ্চয় করে রাখতে চাইলেই তো আর হল না সেই অর্থ যাতে সঠিক স্থানে নিরাপদ ভাবে জমা থাকে তার কথাও ভাবতে হবে। তাই ভবিষ্যতের জন্য অর্থ এমন জায়গায় সঞ্চয় করে রাখতে হবে যেখানে অর্থ নিরাপদে জমা থাকার পাশাপাশি তা থেকে উচ্চহারে সুদ সহ মোটা অংকের টাকা মেয়াদ শেষে ফেরত পাওয়া যাবে। আর এমন নিরাপদ ও লাভজনক স্থান হিসেবে পোস্ট অফিসের বিকল্প আর কিছু হয় না। পোস্ট অফিসের এমন বহু লাভজনক স্কিম রয়েছে যেখানে প্রতি মাসে মাসে খুব অল্প পরিমাণ অর্থ বিনিয়োগ করে মেয়াদ শেষে মোটা অংকের টাকা রিটার্ন পাওয়া যায়। পোস্ট অফিসের এমনি একটি জনপ্রিয় স্কিম রয়েছে যেখানে প্রতিদিন ৩৩৩ টাকা জমা রেখে মেয়াদ শেষে ১৭ লাখের উপরে রিটার্ন পাওয়া যাবে। পোস্ট অফিসের এই জনপ্রিয় স্কিমের নাম হল রেকারিং ডিপোজিট স্কিম। রেকারিং ডিপোজিট স্কিমের মেয়াদকাল হল ৫ বছর।

রেকারিং ডিপোজিট সহ পোস্ট অফিসের বাকি যতগুলি ডিপোজিট স্কিম রয়েছে সেগুলিতে অর্থ বিনিয়োগ করে বিনিয়োগকারী পুরোপুরি ভাবে নিশ্চিন্ত থাকতে পারবেন। এই স্কিম গুলির প্রত্যেকটি ঝুঁকিমুক্ত। আর এর গ্যারেন্টি কেন্দ্রীয় সরকার স্বয়ং দেয়। তবে পোস্ট অফিসের এই সব স্কিম গুলি যেমন একদিকে নিরাপদ ও লাভজনক তেমনি অন্যদিকে কেউ যদি প্রতি মাসে নিয়ম করে এই সব স্কিমের কিস্তির টাকা জমা না করেন তাহলে ১ মাসের জন্য ১% করে পেনাল্টি চার্জ দিতে হয়। এইভাবে কেউ যদি পরপর ৪ মাস কিস্তির টাকা মিস করে যান তাহলে তার নামের অ্যাকাউন্টটি ৪ মাস পরে আপনা হতেই বন্ধ হয়ে যাবে।

রেকারিং ডিপোজিট স্কিম হল পোস্ট অফিসের ক্ষুদ্র ডিপোজিট স্কিম গুলির মধ্যে একটি। এখানে প্রতি মাসে মাসে ১০০ টাকা করে জমা দিয়েও অ্যাকাউন্ট খোলা যায়। সাম্প্রতিক সময়ে এই রেকারিং ডিপোজিট স্কিমের সুদের হার বেড়ে দাঁড়িয়েছে ৬.৮ শতাংশ। এই স্কিমের আওতায় বিনিয়োগকারী সিঙ্গেল অ্যাকাউন্ট খোলার পাশাপাশি জয়েন্ট অ্যাকাউন্ট খোলার ও সুবিধা পাবেন।

রেকারিং ডিপোজিট স্কিমের আওতায় বিনিয়োগকারী যদি প্রতিদিন ৩৩৩ টাকা করে জমা রাখেন তাহলে ১ মাসে হয় ১০ হাজার টাকার মতো। আর ১ বছরে হয় ১ লক্ষ ২০ হাজার টাকা। এই স্কিমের মেয়াদকাল যেহেতু ৫ বছর সেই হিসেবে ৫ বছরে বিনিয়োগকারীর মোট জমানো টাকার পরিমাণ দাঁড়ায় ৫ লক্ষ ৯৯ হাজার ৪০০ টাকা। সুতরাং ৫ বছর পর মেয়াদ শেষে মোট জমানো ৫ লক্ষ ৯৯ হাজার ৪০০ টাকার উপরে ৬.৮ শতাংশ হারে সুদ হিসেবে বিনিয়োগকারী পাবেন ১ লক্ষ ১৫ হাজার ৪২৭ টাকা। মোট কথা সুদ আসল সব মিলিয়ে মেয়াদ শেষে বিনিয়োগকারী মোট ৭ লক্ষ ১৪ হাজার ৮২৭ টাকা নিজের অ্যাকাউন্টে পাবেন।

রেকারিং ডিপোজিট স্কিমের মেয়াদকাল ৫ বছর। তবে কেউ যদি চায় তাহলে সে ১০ বছর পর্যন্ত এই স্কিমের আওতায় নিজের বিনিয়োগ করা অর্থ জমা রাখতে পারেন। তখন সেক্ষেত্রে তার মোট টাকার পরিমাণ হবে ১২ লক্ষ টাকা। তিনি ৫ বছরের মেয়াদ শেষে সুদ আসল মিলিয়ে পাওয়া মোট ১২ লক্ষ টাকার উপর আরও ৫ বছর হিসেবে ৬.৮ শতাংশ হারে আরও ৫ লক্ষ ৮ হাজার ৫৪৬ টাকা সুদ পাবেন। সুতরাং ১০ বছর পর তার সুদ আসল মিলিয়ে মোট প্রাপ্য টাকার পরিমাণ দাঁড়াবে ১৭ লক্ষ ৮ হাজার ৫৪৬ টাকা। সুতরাং আর দেরি না করে আজই আপনার নিকটবর্তী পোস্ট অফিসে যান এবং সেখানে ১০০ টাকা দিয়ে রেকারিং ডিপোজিট স্কিমের অ্যাকাউন্ট খুলে মেয়াদ শেষে লক্ষ লক্ষ টাকা আয় করুন।

আরও খবর পড়ুন: CLICK HERE

Join Telegram Channel : CLICK HERE

Recent Posts

লক্ষ্মীর ভান্ডারের চেয়েও বড় এক প্রকল্পের মাধ্যমে ১৫০০ টাকা করে দিচ্ছে রাজ্য সরকার | West Bengal Government Yubashree Scheme

লক্ষ্মীর ভান্ডারের চেয়েও বড় এক প্রকল্পের মাধ্যমে ১৫০০ টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। লক্ষ্মীর ভান্ডারের… Read More

2 days ago

HAL এ শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ

বেকার চাকরী প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির সুখবর। কেন্দ্রীয় সরকার অধীনস্থ একটি বিখ্যাত সংস্থার… Read More

1 week ago

অষ্টম ও মাধ্যমিক পাস যোগ্যতায় হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ | 8 Pass Job Recruitment

সকল অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাস বেকার চাকরী প্রার্থীদের জন্য বিশাল বড় নিয়োগের সুখবর। যে… Read More

1 week ago

RRB কলকাতার অধীনে একাধিক শূন্যপদে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ | RRB Job Recruitment

পশ্চিমবঙ্গের বেকার চাকরী প্রার্থীদের জন্য আরও একটি নতুন নিয়োগের ঘোষণা। RRB কলকাতার পক্ষ থেকে বিভিন্ন… Read More

1 week ago

রাজ্য সরকারের নতুন এই নিয়ম মানলেই পাবেন ১ লক্ষ ২০ হাজার টাকা, জেনে নিন কিভাবে | Bangla Awas Yojna 2024

সবেমাত্র দুর্গাপূজো শেষ হল। সামনেই আসছে আলোর উৎসব দীপাবলী। এই উৎসবের মরশুমে উৎসবের আনন্দকে দ্বিগুণ… Read More

1 week ago

প্রতিটি কৃষককে মাসে ৩০০০ টাকা করে পেনশন দিচ্ছে কেন্দ্রীয় সরকার | Central Government PM kisan mandhan yojana

সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ ভারতবর্ষ। সৃষ্টির আদিকাল কাল থেকেই ভারতবর্ষ কৃষি প্রধান… Read More

2 weeks ago