ATM থেকে UPI লেনদেনে বিরাট পরিবর্তন, ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে ব্যাঙ্কের এই ৭ নিয়ম – জানুন তাড়াতাড়ি

By Target Chakri

Published on:

ভারতীয় ব্যাংকিং ক্ষেত্রে UPI ব্যবহার ও অন্যান্য আরো বিভিন্ন ট্রানজেকশনে আসছে যুগান্তকারী পরিবর্তন। চলতি বছরে অর্থাৎ ২০২৫ সালের ১লা এপ্রিল থেকে সারাদেশে কার্যকর হতে চলেছে নতুন কিছু ব্যাংকিং নিয়ম, নতুন এই নিয়মটি সাধারণ গ্রাহক থেকে শুরু করে ব্যবসায়ী সবার দৈনন্দিন ইউপিআই থেকে শুরু করে অন্যান্য আরো অনলাইন পদ্ধতি এবং অফলাইন ট্রানজেকশনের ক্ষেত্রে ও লেনদেনের ক্ষেত্রে বিরাট প্রভাবিত করবে। ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (RBI) নতুন নির্দেশিকায় এটিএম লেনদেন, UPI ব্যবহার, সেভিংস অ্যাকাউন্টের শর্তাবলী থেকে শুরু করে ডিজিটাল ব্যাংকিং বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন ও নিরাপত্তায় আসছে বড়সড় রদবদল। আপনি যদি একজন ভারতীয় গ্রাহক হয়ে থাকেন এবং ব্যাংক একাউন্ট থেকে থাকে বা লেনদেন করে থাকেন যে কোন মাধ্যমে তাহলে অবশ্যই এই পরিবর্তনগুলো সম্পর্কে জানা এখন সময়ের দাবি।

এটিএম লেনদেনে নতুন নিয়ম:

আপনার কাছে যদি এটিএম থেকে থাকে তাহলে এটিএম ব্যবহারের ক্ষেত্রে আসছে বিরাট বড়সড়ো কঠোর নিয়ম। নতুন এই নিয়ম অনুযায়ী এখন থেকে মাসে মাত্র তিনবার বিনামূল্যে অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করা যাবে। আপনি যদি তিনবারের বেশি লেনদেন করেন তাহলে চতুর্থবার থেকে প্রতি লেনদেনে ২০-২৫ টাকা অতিরিক্ত চার্জ দিতে হবে। এই চার্জ ব্যাংক পিছু আলাদা আলাদা হতে পারে। তবে আপনার যে ব্যাংকের এটিএম কার্ড আপনি যদি সেই ব্যাংকের এটিএম ব্যবহারের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে না। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ব্যাংকগুলির অপারেশনাল খরচ কমানোর চেষ্টা।

 

সেভিংস অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্স নীতি:

বিভিন্ন ব্যাংকে সেভিংস একাউন্ট থাকলে সেখানে টাকা রাখার ক্ষেত্রেও বেশকিছু পরিবর্তন আনা হয়েছে আরবিআই এর তরফ থেকে। বিভিন্ন ব্যাংক তাদের ন্যূনতম ব্যালেন্স নীতি পুনর্বিবেচনা করেছে। RBI এর নতুন নিয়ম অনুযায়ী সেভিংস একাউন্টে যে নূন্যতম ব্যালেন্স রাখতে হবে :

মেট্রো শহরগুলোতে: ৫,০০০ টাকা

অন্যান্য শহরাঞ্চলে: ৩,০০০ টাকা

গ্রামীণ এলাকায়: ১,০০০ টাকা

তবে এই নির্ধারিত ব্যালেন্স এর চেয়ে যদি আপনার একাউন্টে কোন ব্যালেন্স থাকে তাহলে প্রতি মাসে আপনাকে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে।

 

UPI লেনদেনে বড় পরিবর্তন:

যদি কোন ব্যক্তি দীর্ঘদিন ধরে UPI ব্যবহার না করে থাকেন তাহলে অ্যাকাউন্টগুলো স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় করা হবে। যদি কারো UPI আইডি পরপর ১২ মাস ব্যবহার না করা হয়, এবং UPI এর মাধ্যমে যদি কোন লেনদেন না করা হয় তাহলে তা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। এরপর যদি আবার ওই আইডিটি কেউ নতুন করে ব্যবহার করতে চায় তাহলে ব্যাংক শাখায় গিয়ে পুনরায় এক্টিভেশন করতে হবে। বর্তমান দিনে দেখা যাচ্ছে UPI এর মাধ্যমে বিভিন্ন ধরনের জালিয়াতি দেখা যাচ্ছে । বিশেষ করে RBI এর তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অব্যবহৃত অ্যাকাউন্টের মাধ্যমে সম্ভাব্য জালিয়াতি রোধ করতে।

 

ডিজিটাল নিরাপত্তা বাড়ানো হচ্ছে:

বর্তমানে দেখা যাচ্ছে দিনের পর দিন বিভিন্ন ধরনের ডিজিটাল ফ্রড হচ্ছে। এই ফ্রড আটকানোর জন্য RBI-এর নতুন নির্দেশে সকল ডিজিটাল লেনদেনে মূলত দুই-স্তরের প্রমাণীকরণ বাধ্যতামূলক করা হচ্ছে। যদি কেউ ৫০,০০০ টাকার বেশি মূল্যের কোনো লেনদেন করে থাকেন তাহলে তাকে OTP-এর পাশাপাশি বায়োমেট্রিক ভেরিফিকেশন করাতে হবে। এছাড়াও নতুন আরো একটি নিয়ম চালু হয়েছে যেখানে ৫০,০০০ টাকার বেশি চেকের ক্ষেত্রে গ্রাহককে আগে থেকে ব্যাংককে তথ্য দিতে হবে, না হলে ব্যাংকের তরফ থেকে টাকা দেওয়া হবে না।

ব্যাংকের ক্ষেত্রে এই সমস্ত নতুন নতুন পরিবর্তনগুলো যেমন ব্যাংকের গ্রাহকদের বিভিন্ন ধরনের সিকিউরিটি ভিত্তিক সুযোগ-সুবিধা দিবে তেমনি গ্রাহকদের জন্য বেশ কিছু নতুন নতুন চ্যালেঞ্জও নিয়ে এসেছে এই নতুন নিয়ম। তবে এক্ষেত্রে সবথেকে বড় সুবিধা হল ডিজিটাল লেনদেনকে করছে আরও নিরাপদ। প্রতিটি গ্রাহকের উচিত এই পরিবর্তনগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা গ্রহণ করা এবং এর পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া। ব্যাংকগুলো সাধারণত তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে এই পরিবর্তনগুলো নিয়ে বিস্তারিত তথ্য দিয়ে দেবে। কোনো দ্বিধা বা সংশয় থাকলে নিকটস্থ ব্যাংক শাখায় যোগাযোগ করার পরামর্শ নিতে হবে । বিশেষভাবে মনে রাখবেন, আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলতে হলে আপনাকে এই নতুন নিয়মগুলো বোঝা এবং মানা একান্তভাবে জরুরি।

Leave a Comment