RRB IRCTC Recruitment 2024: মাধ্যমিক পাশে ভারতীয় রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ, আবেদন করুন

আপনি কি একজন বেকার চাকরী প্রার্থী? ভারতীয় রেলে চাকরি করতে আগ্রহী? তাহলে আজকের এই প্রতিবেদনটি নেহাতই আপনার জন্য। নুন্যতম শিক্ষাগত যোগ্যতাতে ভারতীয় রেলের অধীনে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে এক অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে এই নিয়োগের বিষয়ে জানানো হয়েছে। দেশ তথা রাজ্যের একজন স্থায়ী নাগরিক হয়ে থাকলেই পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে বেকার যুবক যুবতীরা এখানে চাকরির জন্য সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে খুঁটিনাটি তথ্য আলোচনা করা হল।

নিয়োগকারী সংস্থা ও শূন্যপদের নাম:-
ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড (IRCTC) এর তরফ থেকে ওই সংস্থার ইস্টার্ন জোনে গ্ৰুপ সি পদে কর্মী নেওয়া হবে। যে শূন্যপদে নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সেটি হলো কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট।

শিক্ষাগত যোগ্যতা:-
উল্লেখিত পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্তত পক্ষে ৫০% নম্বর পেয়ে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করে থাকতে হবে। তার পাশাপাশি NCVT অথবা SCVT অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে COPA ট্রেডে ITI কোর্স সম্পন্ন করার সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা:-
ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড (IRCTC) এর অধীনে কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী SC, ST রা ৫ বছর, OBC রা ৩ বছর এবং PwBD রা ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।

প্রশিক্ষণের সময়সীমা:-
ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড (IRCTC) তার ইস্টার্ন জোনে অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে ১ বছরের অ্যাপ্রেন্টিস ট্রেনিং দেওয়া হবে।

স্টাইপেন্ডের পরিমাণ:-
প্রশিক্ষণ চলাকালীন প্রত্যেক প্রশিক্ষন কারীকে প্রতি মাসে একটা নির্দিষ্ট অংকের টাকা স্টাইপেন্ড হিসেবে দেওয়া হবে। যোগ্যতা অনুযায়ী এই স্টাইপেন্ডের পরিমাণ আলাদা আলাদা হবে। যেমন মাধ্যমিক পাস প্রশিক্ষণ কারীদের প্রতি মাসে ৬,০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। উচ্চমাধ্যমিক পাশ এবং কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার অনুমোদিত কোনো সার্টিফিকেট যাদের আছে তাদেরকে প্রতি মাসে ৭,০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। ভোকেশনাল কোর্সের সার্টিফিকেট বা কোনো টেকনিক্যাল কোর্সের সার্টিফিকেট থাকলে তাদেরকে প্রতি মাসে ৭,৭০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

আবেদন পদ্ধতি:-
IRCTC এর অধীনে কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট পদে ১ বছরের অ্যাপ্রেন্টিস ট্রেনিং নেওয়ার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য নিম্নলিখিত পদক্ষেপ গুলি অনুসরণ করতে হবে। যেমন-

১) সবার আগে ইন্ডিয়ান রেলওয়ে অ্যাপ্রেন্টিস ট্রেনি রিক্রুটমেন্ট এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.apprenticeshipindia.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

২) তারপর সেখানে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

৩) পরবর্তীতে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে সেখানে নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করতে হবে।

৪) সবশেষে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে সাবমিট করে দিলেই আবেদন হয়ে যাবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস:-
আবেদন করার সময় যে যে ডকুমেন্টস গুলি আপলোড করতে হবে সেগুলি হল-

১) মাধ্যমিক পাসের মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।

২) ITI কোর্সের সার্টিফিকেট স্ক্যান করা।

৩) NCVT/SCVT অনুমোদিত সার্টিফিকেট স্ক্যান করা।

৪) বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।

৫) উচ্চমাধ্যমিক পাসের মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা (যদি থাকে)।

৬) গ্ৰ্যাজুয়েশন পাসের মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা (যদি থাকে)।

৭) কাস্ট সার্টিফিকেট স্ক্যান করা (যদি থাকে)।

৮) PwBD দের ক্ষেত্রে শারিরীক ভাবে যে প্রতিবন্ধী তার প্রমান পত্র স্ক্যান করা।

নিয়োগ পদ্ধতি:-
এখানে আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা যোগ্য তাদেরকে মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি মেরিট লিস্ট তৈরি করে সেই অনুযায়ী নিয়োগ করা হবে। যদি কোনো কারণে দুই জন প্রার্থীর মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের পরিমাণ একই হয় তাহলে সেক্ষেত্রে যার বয়স বেশি তাকেই নির্বাচন করা হবে। এই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করে অ্যাপ্রেন্টিস ট্রেনিং এর জন্য নিয়োগ করা হবে।

আবেদনের সময়সীমা:-
এই মর্মে অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া গত ২২/১০/২০২৪ থেকে শুরু হয়ে গিয়েছে এবং তা চলবে আগামী ৫/১১/২০২৪ পর্যন্ত।

Apply ONLINE –  CLICK HERE

OFFICIAL WEBSITE- Click Here

OFFICIAL NOTICE- Download Now

Leave a comment