আপনি কি একজন বেকার চাকরী প্রার্থী? ব্যাংকে চাকরির সন্ধানে রয়েছেন? তাহলে আপনার জন্য রয়েছে একটা দুর্দান্ত খুশির খবর। ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ব ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার পক্ষ থেকে এক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এখানে কোনো একটি নির্দিষ্ট পদে নয় একাধিক ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। ভারতের একজন স্থায়ী নাগরিক হলেই যে কোনো জায়গা থেকেই নারী পুরুষ নির্বিশেষে সকল বেকার চাকরী প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে যাবতীয় প্রয়োজনীয় তথ্য বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
শূন্যপদ গুলির নাম:-
স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার অধীনে মোট পাঁচ ধরনের শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যে যে পদ গুলিতে নিয়োগ করা হবে সেগুলি হল-
প্রধান, জোনাল হেড, আঞ্চলিক প্রধান, রিলেশনশিপ ম্যানেজার, কেন্দ্রীয় গবেষণা দল।
পদ বিশেষে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা:-
স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার অধীনে প্রধান পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিভাগে গ্ৰাজুয়েশন বা পোস্ট গ্ৰ্যাজুয়েশন পাস করে থাকতে হবে।
স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার অধীনে জোনাল হেড পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিভাগে গ্ৰাজুয়েশন পাস করে থাকতে হবে।
স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার অধীনে আঞ্চলিক প্রধান পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিভাগে গ্ৰাজুয়েশন পাস করে থাকতে হবে।
স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার অধীনে রিলেশনশিপ ম্যানেজার পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্ৰ্যাজুয়েশন পাস করে থাকতে হবে।
স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার অধীনে কেন্দ্রীয় গবেষণা দল পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Economics/Finance/Management এ পোস্ট গ্ৰ্যাজুয়েশন পাস করে থাকতে হবে অথবা CA/CFA, NISM কোর্স সম্পন্ন করে থাকতে হবে।
নির্ধারিত বয়সসীমা:-
উপরিউক্ত শূন্যপদ গুলির মধ্যে প্রধান, জোনাল হেড, আঞ্চলিক প্রধান এই তিনটি পদে আবেদনের ক্ষেত্রে নির্ধারিত বয়সসীমা হল সর্বনিম্ন ৩০ বছর থেকে সর্বোচ্চ ৫০ বছর পর্যন্ত। রিলেশনশিপ ম্যানেজার পদের ক্ষেত্রে আবেদনকারীর নির্ধারিত বয়সসীমা হল সর্বনিম্ন ২৮ বছর থেকে সর্বোচ্চ ৪২ বছর পর্যন্ত। কেন্দ্রীয় গবেষণা দল পদের ক্ষেত্রে আবেদনকারীর নির্ধারিত বয়সসীমা হল সর্বনিম্ন ৩০ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে।
বেতনের পরিমাণ:-
স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার অধীনে উপরিউক্ত শূন্যপদ গুলিতে নিযুক্ত কর্মীদের বছরে সর্বনিম্ন ৫ লক্ষ ১৮ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১৩ লক্ষ ৫ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:-
স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার অধীনে সংশ্লিষ্ট প্রতিটি শূন্যপদের ক্ষেত্রেই আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তার জন্য সবার আগে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর সেখানে নিজের নাম মোবাইল নাম্বার ও ই-মেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে সংশ্লিষ্ট ব্যাংকের পক্ষ থেকে প্রত্যেক আবেদনকারীকে আলাদা আলাদা ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। সেই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে সেখানে নিজের সম্পর্কে যাবতীয় প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করতে হবে। এরপর যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে নির্ধারিত আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আবেদন প্রক্রিয়া শেষ।
নিয়োগ পদ্ধতি:-
এক্ষেত্রে আবেদনকারী চাকরিপ্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে না। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে একটি মেরিট লিস্ট প্রকাশ করা হবে। এই লিস্টে যাদের নাম থাকবে তাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এই ইন্টারভিউতে যারা সিলেক্ট হবেন তাদেরকে শর্টলিস্ট করে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য:-
অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় আবেদন মূল্য হিসেবে Gen ও OBC ক্যাটাগরির প্রার্থীদের ৭৫০ টাকা করে জমা দিতে হবে। তবে SC, ST ও PwBD প্রার্থীদের এক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য জমা দিতে হবে না।
আবেদনের শেষ তারিখ:-
স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার পক্ষ থেকে প্রকাশিত সংশ্লিষ্ট শূন্যপদ গুলির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই প্রক্রিয়া চলবে আগামী ১৭ ই ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।
Official Notification : Download
Online Application : Click Here