চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি। Department of Personal & Traning Staff Selection Commission এর তরফে Accounts পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাহলে চলুন আর দেরি না করে তারাতারি আবেদন প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
পদের নাম :- Accounts
বয়স :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে 56 বছরের মধ্যে।
আবেদন প্রক্রিয়া :-
১. প্রথমেই চাকরিপ্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে হবে।
২. এরপর আবেদন পত্রটি প্রিন্ট আউট করে সেটি নির্ভুলভাবে ফিলাপ করতে হবে।
৩. এরপর আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টসগুলো জেরক্স করে সেল্ফ অ্যাটেস্টেড করে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
৪. এরপর আবেদন পত্রের উপর একটি পাসপোর্ট সাইজের ফটো সংযুক্ত করতে হবে এবং আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে চাকরিপ্রার্থী নিজস্ব সিগনেচার করতে হবে।
৫. সমস্ত কিছু সম্পূর্ণ হয়ে গেলে আবেদনপত্রের খাবার ভরে সংশ্লিষ্ট ঠিকানায় জমা করতে হবে।
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা :- Block no – 12 , CGO Complex , Lodhi road , New Delhi – 110003 .
আবেদনের শেষ তারিখ :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা 27/05/2024 তারিখের মধ্যে আবেদন পত্রটি জমা দিতে পারবেন।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
Hello, my name is Sujit Roy. I have been working on various jobs and informative content writing for three years. Through my experimental content writing experience, I provide valuable content on this website.