নিজস্ব প্রতিবেদন, কলকাতা: পশ্চিমবঙ্গের এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় আপডেট, অবশেষে বৈধ চাকরিপ্রার্থীদের কিছুটা স্বস্তি মিলল। আজ সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনের রায়ে সাময়িক স্বস্তি পেলেন চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকারা। সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হলো যার ফলে সময় পেল রাজ্য সরকার ও SSC। এর ফলে বৈধ চাকরিপ্রার্থীরা অর্থাৎ যাঁরা “Non-Tainted”, এবং যাঁদের বিরুদ্ধে দুর্নীতির সরাসরি অভিযোগ নেই, তাঁরা চলতি শিক্ষাবর্ষে ক্লাস নেওয়া চালিয়ে যেতে পারবেন, তবে কোনও অতিরিক্ত সুযোগ-সুবিধা পাবেন না।
২০১৬ সালে ssc শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিরাট বড় দুর্নীতির অভিযোগ উঠে এবং দুর্নীতি প্রমাণ হয়ে যায় সুপ্রিম কোর্ট। এর ফলের সুপ্রিমকোর্ট বিচার বিবেচনা করে ২০১৬ সালের পুরো নিয়োগের প্যানেলটা বাতিল করে দেয়। এই ঘটনার পরেই ২০১৬ সালের SSC প্যানেল বাতিল হওয়ার পর প্রায় ২৬ হাজার শিক্ষক ও কর্মী চাকরি হারান। এই পরিস্থিতিতে স্কুল সঠিকভাবে পরিচালনা করা অসুবিধা হয়ে যাচ্ছিল এর দরুন মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে আবেদন জানায় যে যাঁরা দুর্নীতিতে যুক্ত নন, তাঁদের অন্তত এই শিক্ষাবর্ষ পর্যন্ত ক্লাস নেওয়ার অনুমতি দেওয়া হোক। প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বাধীন বেঞ্চ এই আবেদন বৈধ বলে মনে করেন এবং সেই আবেদন আংশিকভাবে মঞ্জুর করে সময়সীমা বাড়ায়।
1. যারা বৈধ শিক্ষক অর্থাৎ যাদের বিরুদ্ধে বৈধ অভিযোগ নেই অর্থাৎ Non-Tainted শিক্ষকরা নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস নিতে পারবেন ৩১ ডিসেম্বর পর্যন্ত।
2. তবে এক্ষেত্রে যারা গ্রুপ সি গ্রুপ ডি চাকরি করতেন তারা যেহেতু পড়াশোনার সাথে সরাসরি যুক্ত নেই তাই Tainted বা Non-Tainted যেই হোন না কেন, গ্রুপ-C ও D কর্মীরা আর স্কুলে কাজে যোগ দিতে পারবেন না। স্কুলে কেবলমাত্র শিক্ষক শিক্ষিকারায় যোগ দিতে পারবেন।
3. সুপ্রিম কোর্টের তরফ থেকে দিনক্ষণ ধার্য করে দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে ৩১ মে’র মধ্যে রাজ্য সরকারকে চারটি আলাদা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে – নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ-C এবং গ্রুপ-D পদে নিয়োগের জন্য।
4. নিয়োগের রোডম্যাপ তৈরি করে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিতে হবে, জানাতে হবে নিয়োগের পদ্ধতি, পরীক্ষার তারিখ ও অন্যান্য তথ্য। সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই সমস্ত কার্যক্রম সম্পন্ন হবে।
5. Tainted ও Non-Tainted তালিকা এখনো SSC বা রাজ্য প্রকাশ করেনি – তা নিয়েও আদালতে প্রশ্ন ওঠে। আদালত নির্দেশ দেয়, দ্রুত পৃথকীকরণ প্রক্রিয়া শেষ করে স্বচ্ছ তালিকা প্রকাশ করতে হবে। যারা সরাসরি অবৈধ প্রমাণিত হয়েছে তারা আর কোনভাবেই যোগ দিতে পারবে না স্কুলে।
তবে এ ব্যাপারে শীর্ষ আদালতে বিভিন্ন সাওয়াল জবাব হয়। আদালতে প্রশ্ন ওঠে—যখন এত শিক্ষক চাকরি হারিয়েছেন, তখন কেন অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের কাজে লাগানো হচ্ছে না? কেন এখনো যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়নি? তবে এসব বিষয়ে আদালত তেমন কড়া অবস্থান নেয়নি, বরং নতুন নিয়োগের জন্য সময়সীমা বাড়িয়ে রোডম্যাপ তৈরির ওপর জোর দিয়েছে। এর ফলে রাজ্য সরকার কিছুটা হলেও স্বস্তি পেল এবং স্কুলগুলোতে শিক্ষক শূন্যতা কমলো।
SSC-এর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে ৬,২৭৬ জনকে ‘Tainted’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে সেই সংখ্যা বাড়তেও পারে, কারণ পুরো পৃথকীকরণ এখনও সম্পূর্ণ হয়নি।
চলতে শিক্ষা বর্ষে যেন ছাত্র-ছাত্রীদের শিক্ষা দান ব্যাহত না হয় সেজন্যই সুপ্রিম কোর্টেই বড় নির্দেশ নিয়েছে তবে জানানো হয়েছে আগামী দিনে নিয়োগ প্রক্রিয়া যেন স্বচ্ছভাবে সম্পন্ন হয়।
SSC মামলা নিয়ে ফের একবার উত্তপ্ত শিক্ষক শিক্ষিকারা। SSC নিয়োগ দুর্নীতি মামলায় বেশ কিছু শিক্ষক…
চলতি বছরে দেশে জুড়ে তীব্র গরমের কারণে অস্বস্তিকর অবস্থায় দেশের একাধিক রাজ্যে নেওয়া হয়েছে বড়সড়…
যারা যারা স্নাতক পাস করে রয়েছেন সেই সমস্ত যুবক-যুবতীদের জন্য এল দারুণ সুখবর! ভারতের বৃহত্তম…
কলকাতা: ৩২ হাজার প্রাইমারি চাকরি নিয়ে ফের ধোঁয়াশা। অবশেষে ৩২ হাজার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা…
রাজ্যের সমস্ত বেকার যুবক-যুবতীদের জন্য বিশাল বড় সুখবর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে…
ভারতের ক্রমবর্ধমান তাপপ্রবাহ ও বিদ্যুৎ খরচের চাপকে মাথায় রেখে কেন্দ্র সরকার চালু করেছে Pradhanmantri AC…