চলতি বছরে দেশে জুড়ে তীব্র গরমের কারণে অস্বস্তিকর অবস্থায় দেশের একাধিক রাজ্যে নেওয়া হয়েছে বড়সড় সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকারও এই সিদ্ধান্তে সামিল হয়েছেন। তাপমাত্রার লাগাতার বৃদ্ধি এবং প্রচুর গরমের জন্য ছাত্র-ছাত্রীদের অসুস্থতার সম্ভাবনা মাথায় রেখে, বিভিন্ন রাজ্যের শিক্ষা দফতর স্কুলে গ্রীষ্মকালীন ছুটি আগেভাগেই শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটি হল, এবছর প্রায় ৫১ দিন বন্ধ থাকবে স্কুল। গত কয়েক বছরের তুলনায় এবার গরমের ছুটি হচ্ছে সবচেয়ে দীর্ঘ। এই খবরে খুশির হাওয়া বইছে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে।
চলতি বছরে গ্রীষ্মের শুরুতেই গরম বাড়ার সঙ্গে সঙ্গেই শিশুদের অসুস্থ হয়ে পড়ার প্রবণতা বেড়ে যায়। তীব্র গরমের কারণে দেখা দিচ্ছে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিশেষ করে ছোটদের মধ্যে হিটস্ট্রোক, জ্বর, বমিভাব, ক্লান্তি ইত্যাদি সমস্যা। এই পরিস্থিতি থেকে বাঁচতেই শিক্ষা দফতরের তরফে নেওয়া হয়েছে এমন এক পদক্ষেপ, যা কার্যত বড় স্বস্তি দিচ্ছে পরিবারের সদস্যদের এবং ছাত্রছাত্রীদের।
কোন রাজ্যে কবে থেকে ছুটি?
দেশের মোট আটটি রাজ্যে ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে ছুটির দিনক্ষণ। এই রাজ্যগুলিতে মে মাসের মাঝামাঝি সময় থেকেই গরমের ছুটি শুরু হচ্ছে। ছুটি চলবে জুলাই মাস পর্যন্ত। দেখে নিন কোন রাজ্যে কবে থেকে ছুটি শুরু—
- উত্তরপ্রদেশ: ১৫ মে থেকে
- বিহার: ১৪ মে থেকে
- রাজস্থান: ১৩ মে থেকে
- মধ্যপ্রদেশ: ১৮ মে থেকে
- দিল্লি: ২০ মে থেকে
- হরিয়ানা: ১৯ মে থেকে
- ঝাড়খণ্ড: ১৯ মে থেকে
- তেলেঙ্গানা: ২১ মে থেকে
এই ছুটি হবে প্রায় ৫১ দিনের, যা সাম্প্রতিক বছরগুলির মধ্যে সবচেয়ে দীর্ঘ।
পশ্চিমবঙ্গেও ছুটি এগিয়ে আনা হয়েছে
তীব্র গরমের কারণে পশ্চিমবঙ্গ সরকারের বিরাট বড় সিদ্ধান্ত নিয়েছেন। ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে এদিকে পশ্চিমবঙ্গে এবছর গরমের ছুটি শুরু হচ্ছে ৩০ এপ্রিল থেকে। বর্তমান রাজ্যের আবহাওয়ার আগাম সতর্কবার্তা এবং ক্রমাগত বাড়তে থাকা তাপমাত্রার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছরও পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে প্রায় দুই মাস ছুটি দেওয়া হয়েছিল। এবছরও পরিস্থিতি অনুরূপ থাকলে সেই ছুটির সময়সীমা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
ভিন্ন রাজ্যে ভিন্ন নিয়ম
যদিও বেশ কিছু রাজ্যে ইতিমধ্যেই গরমের ছুটি ঘোষিত হয়েছে, দেশের অন্য রাজ্যগুলিতে স্থানীয় আবহাওয়া এবং প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী ছুটির সময় নির্ধারিত হতে পারে।
এবছর দেশের একাধিক অঞ্চলে পড়ুয়াদের জন্য মিলছে দীর্ঘ গ্রীষ্মকালীন ছুটি। তীব্র গরম থেকে শিশুদের সুরক্ষা দিতে রাজ্যগুলোর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। এখন দেখার, বাকি রাজ্যগুলো কী সিদ্ধান্ত নেয়।