তরুণের স্বপ্ন প্রকল্পে ১০ হাজার টাকা পেতে হলে করতে হবে এই কাজ – Taruner Swapna Prakalpa

২০২০ সালে আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এক বিশেষ প্রকল্পের সূচনা করা হয়েছিল। যার নাম হল তরুনের স্বপ্ন। এই তরুনের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা ১০,০০০ টাকা করে পেয়ে থাকেন। এই প্রকল্প চালু করার পিছনে রাজ্য সরকারের মূল লক্ষ্য হল স্কুল পড়ুয়াদের লেখাপড়াকে আধুনিক প্রযুক্তির সাথে যুক্ত করা।

তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ১০,০০০ টাকা করে রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয় স্মার্টফোন, ট্যাবলেট, ইত্যাদি কেনার জন্য। মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে ভর্তি হলেই এই টাকা দেওয়া হয়।

ছাত্র ছাত্রীরা যারা তরুনের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে পাওয়া টাকা দিয়ে মোবাইল বা ট্যাবলেট কিনেছেন তাদেরকে সেই কেনাকাটার জন্য নির্ধারিত সময়ের মধ্যে রসিদ জমা করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। তরুণের স্বপ্ন প্রকল্পের সূচনা করে পশ্চিমবঙ্গ সরকার এ রাজ্যের পড়ুয়াদের ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা লাভের পথ দেখিয়েছে। আর এই প্রকল্পের টাকা দিয়ে মোবাইল বা ট্যাবলেট কিনে তার রসিদ সরকারের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়ার কারন হল এতে সরকার সুনিশ্চিত হবে যে এই টাকা মোবাইল বা ট্যাবলেট কেনার জন্যই খরচ করা হয়েছে অন্য কোনো কারনে নয়।

রসিদ জমা দেওয়ার নিয়ম:-
তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় পাওয়া টাকা দিয়ে মোবাইল বা ট্যাবলেট কেনার প্রমাণ হিসেবে যে রসিদ রাজ্য সরকারের কাছে জমা দিতে হবে তা নিম্নলিখিত নিয়ম গুলি মেনে জমা দিতে হবে। যেমন-

১) পড়ুয়াদেরকে মোবাইল বা ট্যাবলেট কেনার অরিজিনাল রসিদ নিজের কাছে রেখে জেরক্স কপি জমা দিতে হবে।

২) ওই জেরক্স কপির মধ্যে পড়ুয়াকে তার নিজের পুরো সিগনেচার করতে হবে ও যে ডেটে কেনা হয়েছে সেই ডেট লিখতে হবে।

৩) জেরক্স কপির পিছনে পড়ুয়াকে তার নিজের নাম, ক্লাস, রোল নম্বর, সেকশন ইত্যাদি লিখতে হবে।

৪) রসিদ টি অতি অবশ্যই পড়ুয়ার নিজের নামে হতে হবে। সেইসঙ্গে রসিদটি যেন কমপক্ষে ১০,০০০ টাকার হিসেবের রসিদ হয়। ১০,০০০ টাকার উপরে হলে ক্ষতি নেই তবে ১০,০০০ টাকার নীচে যেন কোনভাবেই না হয়।

৫) প্রত্যেক পড়ুয়ার রসিদে যেন তার কেনা মোবাইলের সঠিক ও অরিজিনাল IMEI নাম্বার উল্লেখ করা থাকে।

৬) কোনো কোনো স্কুলে আবার মোবাইল ফোন হাতে ধরে পড়ুয়াদের ছবিও জমা নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে পড়ুয়াদের তাদের নিজ নিজ মোবাইল বা ট্যাবলেট যেটি তারা তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দিয়ে কিনেছেন সেটি হাতে ধরে একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো তুলে সেটি রসিদের সঙ্গে জমা দিতে হবে।

রসিদ জমা দেওয়ার সময়সীমা:-
রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেক পড়ুয়ার কাছ থেকে মোবাইল বা ট্যাবলেট কেনার রসিদ জমা নেওয়ার দায়িত্ব তাদের নিজ নিজ স্কুলের উপরে দেওয়া হয়েছে। যার ফলে বিভিন্ন স্কুল বিভিন্ন সময়ে নিজেদের সুবিধা অনুযায়ী এই রসিদ জমা নেওয়ার প্রক্রিয়া শুরু করবে। তবে কোনো কোনো স্কুল চলতি মাস অর্থাৎ নভেম্বর মাসের মধ্যেই এই রসিদ জমা নেওয়ার কাজ সম্পন্ন করে ফেলার সিদ্ধান্ত নিয়েছে।

ফলে চলতি মাসের ১৬/১৭ তারিখ থেকেই এই রসিদ জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে রাজ্যের বেশ কিছু স্কুলে। এই প্রক্রিয়া চলবে নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত। পৃথক পৃথক স্কুলের ছাত্র ছাত্রীদের তাদের নিজ নিজ স্কুলের ধার্য্য করা তারিখের মধ্যে এই রসিদ জমা দিতে হবে।

আরও খবর পড়ুন: CLICK HERE 

নিত্যনতুন এই ধরনের প্রকল্পের আপডেট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।

Join Telegram Channel : CLICK HERE

Leave a comment