UIDAI এর অধীনে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে, দ্রুত আবেদন করুন | UIDAI Aadher Department Job Recruitment

By Sujit Roy

Published on:

UIDAI এর পুরো নাম হল Unique Identification Authority of India। এটি হল ভারত সরকার অধীনস্থ একটি সংস্থা যা আধার নামক বিশ্বের বৃহত্তম বায়োমেট্রিক পরিচয় প্রমাণ ব্যাবস্থা পরিচালনা করে। কেন্দ্রীয় সরকার অধীনস্থ এই সংস্থার পক্ষ থেকে মাঝে মধ্যেই আধার কার্ড সংক্রান্ত বিভিন্ন কাজ কর্ম পরিচালনার জন্য কর্মী নিয়োগ করা হয়ে থাকে। ঠিক সেই ভাবেই সম্প্রতি UIDAI এর পক্ষ থেকে ফের নতুন করে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলেই রাজ্যের যে কোনো জায়গা থেকে বেকার চাকরী প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে যাবতীয় বিস্তারিত তথ্য যেমন শূন্যপদের নাম, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

UIDAI এর কাজ:-
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্ত কর্মীদের Unique Identification Authority of India এর অধীনে যে যে কাজগুলি করতে হবে সেগুলি হল-

১) ভারতে স্থায়ীভাবে বসবাসকারী নাগরিকদের একটি ১২ সংখ্যার আইডেন্টিফিকেশন নাম্বার দেওয়া।

২) নাগরিকদের ফিঙ্গার প্রিন্ট, আইরিশ স্ক্যান ও ডেমোগ্ৰাফিক জাতীয় তথ্য গুলি সংরক্ষণ করে রাখা।

৩) আধার কার্ডের সকল তথ্যের প্রাইভিসি রক্ষা করা।

৪) ব্যাংক অ্যাকাউন্ট, প্যান কার্ড, মোবাইল নম্বর জাতীয় বিভিন্ন পরিষেবার সঙ্গে আধার নম্বরকে লিংক করানো।

শূন্যপদের নাম:-
UIDAI এর পক্ষ থেকে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে যে দুই ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সেগুলি হল-

১) Assistant Account Officer
২) Assistant Section Officer

বয়সসীমা :-
UIDAI এর অধীনে উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স সীমা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৫৬ বছর পর্যন্ত। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

বেতনের পরিমাণ:-
এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা শেষ পর্যন্ত যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে শুরুতে ৪৭,৬০০ টাকা করে বেতন দেওয়া হবে। পরে সেই বেতনের পরিমাণ বাড়িয়ে ১,৫১,১০০ টাকা করা হবে।

আবেদন পদ্ধতি:-
এখানে সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। তার জন্য সবার আগে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর সেখান থেকে এই নিয়োগের আবেদন পত্রটি ডাউনলোড করে সাদা A4 সাইজ পেপারে তার প্রিন্ট আউট বের করে নিতে হবে। তারপর সেখানে নির্দিষ্ট স্থানে প্রয়োজনীয় তথ্য বসিয়ে ফর্মটি সঠিকভাবে পূরণ করে নিতে হবে। তারপর একে একে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে নিতে হবে। সবশেষে এই সবকিছু একসাথে যুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানাতে পৌঁছে দিতে হবে তাহলেই আবেদন হয়ে যাবে।

শিক্ষাগত যোগ্যতা:-
UIDAI এর অধীনে সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই কেন্দ্রীয় সরকার অধীনস্থ যে কোনো সংস্থায় কর্মরত বা অবসরপ্রাপ্ত একজন কর্মী হতে হবে।

আবেদনের শেষ তারিখ:-
সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগের জন্য অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই প্রক্রিয়া চলবে আগামী ৬/০১/২০২৫ পর্যন্ত। তাই আপনারা যারা এখনো পর্যন্ত আবেদন করেননি তারা এই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলুন।

আবেদন পত্র পাঠানোর ঠিকানা:-
আবেদন প্রক্রিয়ায় অংশ গ্ৰহন করতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের পূরণ করা আবেদন পত্র নির্ধারিত সময়ের মধ্যে নিম্নলিখিত ঠিকানাতে পাঠাতে হবে। আবেদন পত্র পাঠানোর ঠিকানা হল-

Director (HR),
Unique Identification Authority of India
(UIDAI), Regional Office, 7th Floor,
MTNL Telephone Exchange, GD Somani
Marg, Cuffe Parade, Colaba, Mumbai –
400005.

Official Notification : Download 

Leave a comment