রাজ্যের কো অপারেটিভ ব্যাংক গুলিতে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ | WB Co-operative Bank Job Recruitment

পশ্চিমবঙ্গের বেকার চাকরী প্রার্থীদের জন্য একটি দুর্দান্ত নিয়োগের সুখবর। ওয়েস্ট বেঙ্গল কো অপারেটিভ সার্ভিস কমিশনের পক্ষ থেকে সম্প্রতি এক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হলেই এবং উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলেই রাজ্যের যে কোনো জায়গা থেকে বেকার চাকরী প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। ওয়েস্ট বেঙ্গল কো অপারেটিভ সার্ভিস কমিশন হল পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ এমন একটি সংগঠন যা আমাদের রাজ্যের প্রতিটি কো অপারেটিভ সংস্থা ও প্রতিষ্ঠানের জন্য নিয়োগ প্রক্রিয়ার আয়োজন করে। আর ঠিক সেই ভাবেই এবারের এই নিয়োগ প্রক্রিয়াটিরও আয়োজন করেছে ওয়েস্ট বেঙ্গল কো অপারেটিভ সার্ভিস কমিশন। আপনি যদি একজন বেকার চাকরী প্রার্থী হয়ে থাকেন এবং এই নিয়োগে অংশগ্রহণ করতে চান তাহলে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। নীচে এই নিয়োগের বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করা হয়েছে।

শূন্যপদের নাম:-
ওয়েস্ট বেঙ্গল কো অপারেটিভ সার্ভিস কমিশনের পক্ষ থেকে রাজ্যের কো অপারেটিভ ব্যাঙ্ক গুলিতে যে পদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তা হল Clerical Cadre।

নির্ধারিত বয়সসীমা:-
এখানে উক্ত পদে চাকরি পাওয়ার জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী SC, ST, OBC ক্যাটাগরির প্রার্থীরা ৫ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।

বেতনের পরিমাণ:-
কো অপারেটিভ ব্যাংকে Clerical Cadre পদে নিযুক্ত কর্মীদের শুরুতে প্রতি মাসে ৩৮,৫১৩ টাকা করে বেতন দেওয়া হবে। তারপর সেই বেতনের পরিমাণ ধীরে ধীরে বাড়বে।

শিক্ষাগত যোগ্যতা:-
এখানে সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো বিভাগে কমপক্ষে ৫০% নম্বর পেয়ে গ্ৰ্যাজুয়েশন পাস করে থাকতে হবে। সেইসঙ্গে কম্পিউটার সায়েন্সে ৬ মাসের ডিপ্লোমা কোর্স সম্পন্ন করার সার্টিফিকেট থাকতে হবে।

আবেদন পদ্ধতি:-
কো অপারেটিভ ব্যাংকে Clerical Cadre পদে চাকরির জন্য আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তার জন্য সবার আগে ওয়েস্ট বেঙ্গল কো অপারেটিভ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর সেখানে নিজের নাম মোবাইল নাম্বার ও ই-মেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে প্রত্যেক আবেদনকারীকে আলাদা আলাদা ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। সেই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে সেখানে নিজের সম্পর্কে যাবতীয় প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করতে হবে। এরপর যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে নির্ধারিত আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আবেদন প্রক্রিয়া শেষ।

নির্বাচন পদ্ধতি:-
এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রথমে একটি অনলাইন পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে কম্পিউটার স্কিল টেস্টের জন্য ডাকা হবে। এই দুটো ধাপ মিলিয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি ফাইনাল মেরিট লিস্ট তৈরি করে সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে চাকরিতে নিয়োগ করা হবে।

নির্ধারিত আবেদন মূল্য:-
এক্ষেত্রে আবেদন মূল্য হিসেবে জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ৬৫০ টাকা করে এবং রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীদের ২৫০ টাকা করে অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা:-
রাজ্যের কো অপারেটিভ ব্যাংক গুলিতে কর্মী নিয়োগের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া বর্তমানে চলছে। এই প্রক্রিয়া চলবে আগামী ৫/১২/২০২৪ পর্যন্ত। সুতরাং হাতে আর এক দমই বেশি সময় নেই। তাই যারা যারা এখনো পর্যন্ত আবেদন করেননি তারা আর এক মূহুর্তও সময় নষ্ট না করে দ্রুত আবেদন করে ফেলুন। নয়তো সময়সীমা পেরিয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল বন্ধ হয়ে যাবে।

Official WebsiteClick Here
Old NotificationDownload
Online Apply and New NotificationDownload

Leave a comment