পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য বিশাল বড় সুখবর। দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে ও বকেয়া DA আদায়ের দাবিতে চলতে থাকা লাগাতার বিক্ষোভ আন্দোলন এবার শেষ হতে চলেছে। আগামী নতুন বছরের জানুয়ারি মাস থেকেই রাজ্য সরকারি কর্মীদের বেতন এক ধাক্কায় অনেকখানি বাড়তে চলেছে। এক বা দুই হাজার নয় একসাথে পুরো ৭ হাজার টাকা বেতন বাড়বে রাজ্য সরকারি কর্মীদের। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের উদ্দেশ্যে একথা নিজ মুখে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে DA বাড়ানো নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে দাবি করেছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী তাদের সেই দাবিতে কান দেন নি। তবে এতদিন পর অবশেষে রাজ্য সরকারি কর্মীদের এই দাবিতে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারি কর্মীদের বেতন এক ধাক্কায় ৭ হাজার টাকা বাড়িয়ে দিলেন তিনি। ২০২৫ সালের ১ লা জানুয়ারি থেকেই এই বর্ধিত বেতন কাঠামো অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের বেতন দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই খবর ঘোষণা করা মাত্রই আমাদের রাজ্যের রাজ্য সরকারি কর্মীরা রাজ্য সরকারের বিরুদ্ধে এতদিনের সব ক্ষোভ অভিযোগ ভুলে গিয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠেছেন।
আমাদের রাজ্যের রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি ও কেন্দ্রীয় হারে DA বৃদ্ধি করা নিয়ে লাগাতার আন্দোলন করছিলেন। সারা রাজ্য জুড়ে তারা এই আন্দোলন চালিয়েছিলেন। বছরে দুবার করে নিয়ম মেনে কেন্দ্রীয় সরকার তার অধীনস্থ কর্মীদের DA বৃদ্ধি করে চলেছে। অন্যদিকে রাজ্য সরকারি কর্মীদের যে পরিমাণে DA দেওয়া হচ্ছে তা দেওয়া না দেওয়া সমান। আর যার ফলে রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভ দিনে দিনে ক্রমশ বেড়ে চলেছে। কেন্দ্রীয় হারে DA বৃদ্ধি ও বেতন বৃদ্ধির পাশাপাশি রাজ্য সরকারি কর্মীরা তাদের বকেয়া DA মেটানো নিয়েও দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে। তবে মুখ্যমন্ত্রী তাদের সেই দাবি পূরণ করেননি। আর এই দাবি আদৌ কোনো দিন পূরন করা হবে কিনা সেই বিষয় নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে।
তবে সম্প্রতি মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের সকল রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি করা এই মূহুর্তে সম্ভব না হলেও রাজ্যের কিছু সংখ্যক কর্মীদের বেতন এই মুহূর্তে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী ২০২৫ সালের ১ লা জানুয়ারি থেকে এই বেতনের পরিমাণ বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আপাতত আমাদের রাজ্যের রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা ভোকেশনাল ও কম্পিউটার স্বাক্ষরতা মিশনের অধীনস্থ কর্মীদের বিশেষ করে ITC কম্পিউটার শিক্ষকদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই নতুন বেতন কাঠামো অনুযায়ী যে সকল ITC কম্পিউটার শিক্ষকদের ৫ বছরের কাজের অভিজ্ঞতা আছে তাদের বেতনের পরিমাণ বাড়িয়ে ২১ হাজার টাকা করা হবে। যে সকল শিক্ষকদের ১০ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে তাদের বেতনের পরিমাণ বাড়িয়ে ২৬ হাজার টাকা করা হবে।
যাদের ১৫ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে তাদের বেতনের পরিমাণ বাড়িয়ে ৩২ হাজার টাকা করা হবে। যাদের ২০ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে তাদের বেতনের পরিমাণ বাড়িয়ে ৩৯ হাজার টাকা করা হবে। মোটের উপর এটাই বোঝা যাচ্ছে যে, এতদিন পর্যন্ত ITC কম্পিউটার শিক্ষকেরা নিজেদের কাজের অভিজ্ঞতা অনুযায়ী যে পরিমানে বেতন পাচ্ছিলেন ২০২৫ এর ১ লা জানুয়ারি থেকে সেই বেতনের উপর অতিরিক্ত ৭ হাজার টাকা করে পাবেন।
আরও খবর পড়ুন: CLICK HERE
নিত্যনতুন এই ধরনের প্রকল্পের আপডেট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।
Join Telegram Channel : CLICK HERE
UIDAI এর পুরো নাম হল Unique Identification Authority of India। এটি হল ভারত সরকার অধীনস্থ… Read More
বছরের শেষে মাথায় হাত সাধারণ মানুষের। মাসের শুরুতেই আবারো রান্নার গ্যাসের দাম বাড়ল। গত ১… Read More
বর্তমান রাজ্য সরকার যেমন রাজ্যবাসীদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছেন ঠিক তেমনি কেন্দ্র সরকারও… Read More
চাকরি প্রার্থীদের জন্য আবারো নতুন করে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে… Read More
সিভিক ভলেন্টিয়ারদের জন্য বিরাট বড় সুখবর ঘোষণা করল রাজ্য সরকার। আপনি কি পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে… Read More
ন্যূনতম যোগ্যতায় নতুন করে একটি চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির… Read More