West Bengal Job

কোল ইন্ডিয়া লিমিটেডে (CIL) প্রায় ৬০০ শূন্য পদে কর্মী নিয়োগ

Published by
targetchakri.com

চাকরিপ্রার্থীদের জন্য আরেকটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কোল ইন্ডিয়া লিমিটেডে (CIL) প্রায় ৬০০ শূন্য পদের কাছাকাছি কর্মী নিয়োগ করা হবে। ভারত তথা পশ্চিমবঙ্গের সকল নাগরিক এই আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। এই আবেদন প্রক্রিয়া আপনাদের সম্পূর্ণ অনলাইন মাধ্যমে অংশগ্রহণ করতে হবে। তাই আপনারা এখানে আবেদনে ইচ্ছুক প্রকাশ করেন তাহলে আমাদের প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন। আজকে আমাদের এই প্রতিবেদনে কোল ইন্ডিয়া লিমিটেড কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। নিম্নে এই বিজ্ঞপ্তি আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদনের শেষ তারিখ প্রভৃতি আলোচনা করা হলো।


নোটিশ নং:-
কোল ইন্ডিয়া লিমিটেড এর তরফে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগের নোটিশ নাম্বারটি হল 03/2023

শূন্য পদের নাম:-
কোল ইন্ডিয়া লিমিটেডের তরফে ম্যানেজমেন্ট ট্রেনি / MANAGEMENT TRAINEE, বিভাগে তিনটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে, শূন্য পদ গুলি নিম্নলিখিত

• Mining

• Geology

• Civil

শূন্য পদের সংখ্যা:-
কোল ইন্ডিয়া লিমিটেডের নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন পদে ভিন্ন শূন্য পদে রয়েছে। যেমন Mining পদের ক্ষেত্রে শূন্য পদ 351টি, Geology পদে শূন্য পদের সংখ্যা 37 টি, আর Civil পদে মোট 172 টি শূন্যপদ রয়েছে। উপরে উল্লেখিত তিনটি পদ মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা 560 টি।

আবেদনের যোগ্যতা:-
উপরে উল্লেখিত পদগুলিতে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের সংশ্লিষ্ট বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন এবং গেট 2023 পাশ করে থাকতে হবে।

বয়স সীমা:-
এই আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হলে চাকরি প্রার্থীদের অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। এছাড়াও সর্বোচ্চ ৩০ বছর বয়স পর্যন্ত চাকরিপ্রার্থীরা এই আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন।

মাসিক বেতন:-
উক্ত পদের ক্ষেত্রে বেতন কাঠামো খুব ভালো রয়েছে। এখানে মাসিক 50,000 থেকে সর্বোচ্চ 1,60,000 টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া:-
এই আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে কোনো রকমের লিখিত পরীক্ষা নেওয়া হবে না। প্রার্থী বাছাই ক্ষেত্রে আবেদনকারীর গেট 2023 পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগপত্র দেওয়া হবে।

আবেদন পদ্ধতি
নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে অনলাইনের মাধ্যমে। তার জন্য আবেদনকারীকে সর্ব প্রথমে এর অফিসের ওয়েবসাইট যেতে হবে। এর অফিসিয়াল ওয়েবসাইট হল www.coalindia.in, এছাড়াও আমাদের প্রতিবেদনের নিচে এর অফিসিয়াল ওয়েবসাইটে লিংক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবেন। অফিসের ওয়েবসাইটে যাবার পর সর্ব প্রথমে একটি বৈধ মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে পরবর্তীকালে সেই রেজিস্ট্রেশন নাম্বারে পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগইন করে পরবর্তী আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। আবেদন চলাকালীন চাকরি প্রার্থীদের রঙিন পাসপোর্ট সাইজের ফটো ও প্রয়োজন ডকুমেন্ট আপলোড দিতে হয়। সবশেষে আবেদন ফি জমা করলেই আপনাদের আবেদন সম্পূর্ণ হবে।

আবেদন মূল্য:-
কলিন্ডা লিমিটেডের এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের আবেদন মূল্য হিসেবে দিতে হবে GENERAL (UR) / OBC / EWS প্রার্থীদের 1180 টাকা।

আবেদনের তারিখ:-
এমনি উক্ত নিয়োগের আবেদন প্রক্রিয়ায় ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তাই যে সকল চাকরিপ্রার্থীরা এখনো আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করেননি তারা দ্রুত আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন। আবেদন শুরু হয়েছে আগামী 13/09/2023 তারিখ যা চলবে আগামী 12/10/2023 তারিখ পর্যন্ত।

OFFICIAL NOTIFICATION: CLICK HERE 

OFFICIAL WEBSITE: CLICK HERE 

APPLY NOW: CLICK HERE 

Recent Posts

রাজ্যের মহিলাদের মাসে মাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে | Majhi Ladki Bahin Yojna

Majhi Ladki Bahin Yojna : এই মুহূর্তে ভারতবর্ষের মূল সমস্যাগুলির মধ্যে অন্যতম হলো মহিলাদের আত্মনির্ভরশীলতা।… Read More

7 hours ago

রেলে ১ লক্ষ শূন্য পদে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো | RRB Railway Group D Recruitment 2024

RRB Recruitment 2024 : আমাদের রাজ্যে দিনের পর দিন বেড়েই চলেছে শিক্ষিত বেকারত্বের হার। সরকারের… Read More

3 days ago

মাধ্যমিক পাশে রেলে 3115 শূন্য পদে কর্মী নিয়োগ | RRB Railway Apprentice Recruitment

অবশেষে বিশাল বড় সুখবর চলে এলো সরকারি চাকরিপ্রার্থীদের জন্য। ভারতীয় রেলে বিপুল পরিমাণে কর্মী নিয়োগের… Read More

5 days ago

পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ | WB Kanyashree Recruitment

WB Kanyashree Recruitment : আমাদের রাজ্যে দিনের পর দিন বেড়েই চলেছে শিক্ষিত বেকারত্বের হার। সরকারের… Read More

6 days ago

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ | WB Health Recruitment

WB Health Recruitment : আমাদের রাজ্যে দিনের পর দিন বেড়েই চলেছে শিক্ষিত বেকারত্বের হার। সরকারের… Read More

6 days ago

পুজোর আগেই লক্ষী ভান্ডার প্রকল্প নিয়ে বিশাল বড় সুখবর, আকাশে বাতাসে খুশির বার্তা | Lakshmir Bhandar Scheme

মুখ্যমন্ত্রী মমতা বনদ্যোপাধ্যায় রাজ্যের সিংহাসনে বসার পর থেকেই পাল্টে গেছে পশ্চিমবঙ্গের হাল। ৮ থেকে ৮০,… Read More

7 days ago