বেকার চাকরী প্রার্থীদের জন্য দুর্দান্ত নিয়োগের সুখবর। পশ্চিমবঙ্গ রাজ্য পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে ৬,৬৫২ টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে উচ্চ শিক্ষাগত যোগ্যতা সকল যোগ্যতাতেই কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী নাগরিক হতে হবে। নারী পুরুষ নির্বিশেষে সকলেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। আপনে যদি একজন বেকার চাকরী প্রার্থী হয়ে থাকেন তাহলে এই সুবর্ণ সুযোগকে হাতছাড়া না করে দ্রুত আবেদন করে ফেলুন। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে যাবতীয় বিস্তারিত তথ্য বিশদে আলোচনা করা হয়েছে।
জেলা ভিত্তিক শূন্যপদ:-
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পঞ্চায়েত গুলিতে যেমন বাঁকুড়া জেলায় ৬৬০ টি শূন্যপদে, দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৫১৬ টি শূন্যপদে, হুগলী জেলায় ৬০৬ টি শূন্যপদে, উত্তর ২৪ পরগনা জেলায় ৫৬৬ টি শূন্যপদে, পশ্চিম মেদিনীপুর জেলায় ৫৬০ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই জেলা গুলি ছাড়াও বাকি জেলা গুলিতেও নিয়োগ করা হবে।
শূন্যপদ গুলির নাম:-
রাজ্য পঞ্চায়েত দপ্তরের অধীনে যে যে শূন্যপদ গুলিতে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে সেগুলি হল-
গ্ৰাম পঞ্চায়েত কর্মী, ডেটা এন্ট্রি অপারেটর, ক্লার্ক কাম টাইপিস্ট, হিসাবরক্ষক, সহকারী ক্যাশিয়ার, গ্ৰুপ ডি, স্টেনোগ্ৰাফার, সিস্টেম ম্যানেজার, অ্যাকাউন্টস ক্লার্ক, তথ্য বিশ্লেষক সহ আরও অনেক।
পদ বিশেষে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা:-
এক্ষেত্রে পদ বিশেষে বিভিন্ন যোগ্যতাতে আবেদন করা যাবে। এখানে ন্যুনতম অষ্টম শ্রেণী পাস করে থাকলেই আবেদন করা যাবে। তবে এমন কিছু শূন্যপদ রয়েছে যেগুলিতে আবেদন করতে হলে উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। সেইসঙ্গে কম্পিউটারের বিষয়ে নলেজ থাকতে হবে। কোন পদের ক্ষেত্রে কি ধরনের যোগ্যতা চাওয়া হয়েছে তা সঠিকভাবে জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।
বয়সসীমা:-
উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে শুরু করে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি:-
এক্ষেত্রে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আপনারা যারা এখনো আবেদন করেননি তারা সবার প্রথমে সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। তারপর সেখানে অনলাইন রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন। তারপর একে একে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করে তার সঙ্গে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে নির্ধারিত আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আবেদন হয়ে যাবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় যে যে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি সঙ্গে রাখতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমাণ পত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট।
২) পদ বিশেষে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসিট ও সার্টিফিকেট।
৩) কাস্ট সার্টিফিকেট যাদের আছে।
৪) পরিচয় পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড।
৫) আবেদনকারীর নিজের পাসপোর্ট সাইজের ফটো।
৬) আবেদনকারীর নিজের সিগনেচার সহ আরও বেশ কিছু ডকুমেন্টস।
এখনো পর্যন্ত এই নিয়োগের বিষয়ে সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়নি। আবেদনকারীদের নিয়মিত পঞ্চায়েত দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে বলা হচ্ছে। আর আপনারা যারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্ৰহন করার জন্য রেজিস্ট্রেশন করতে ভুলে গিয়েছেন তাদের জন্য এখনো সুযোগ রয়েছে নিজেদের নাম রেজিস্ট্রেশন করিয়ে নিন।
OFFICIAL WEBSITE: Click Here