West Bengal Job

পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সেরা প্রস্তুতি, পড়লেই পাস করবেন (পর্ব 35) | WB Gram Panchayat Preparation Practice Set-35

Published by
targetchakri.com

পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে এবং এর আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে। যারা যারা পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সুবিধার্থে আজ নিয়ে আসা হল বিগত বছরের প্রশ্নের উপর ভিত্তি করে নতুন সিলেবাস অনুযায়ী বেশ কয়েকটি প্রশ্ন উত্তর। বিশেষ করে এগুলো মক টেস্ট আকারে দেওয়া হল যেগুলো আপনারা প্রথমে সমাধান করার চেষ্টা করবেন এবং প্রতিটি প্রশ্নের পাশে উত্তর দেওয়া রয়েছে।

আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা মক টেস্ট নিয়ে আসবো।

আজ আপনাদের জন্য নিয়ে আসা হলো মক টেস্ট এর পর্ব 35। আপনারা যদি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পাস করতে চান তাহলে নিয়মিত আমাদের মক টেস্ট গুলো পড়তে পারেন।

1. টেকটনিক ক্লিয়ার ফলে ভারতের কোন হ্রদের সৃষ্টি হয়েছে ?

A. উলার হ্রদ
B. সম্বর হ্রদ
C. ডাল হ্রদ
D. নৈনিতাল হ্রদ

উঃ – উলার হ্রদ।

2. উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে নিম্নের কোন যন্ত্রটি ব্যবহার করা হয় ?

A. ব্যারোমিটার
B. পাইরোমিটার
C. অ্যানিনোমিটার
D. ক্রোনোমিটার

উঃ – পাইরোমিটার

3. মহানদীর ওপর নিম্নের কোন বাঁধটি অবস্থিত?

A. সর্দার সরোবর
B. শ্রীরাম সাগর
C. হিরাকুদ
D. নিজাম সাগর

উঃ – হিরাকুদ।

4. প্রিন্স অফ বিল্ডার্স কাকে বলা হয় ?

A. ফিরোজ শাহ তুঘলক
B. জয়নুল আবেদিন
C. শাহজাহান
D. আমির খসরু

উঃ – শাহজাহান।

5. পাট উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্য হল –

A. বিহার
B. পশ্চিমবঙ্গ
C. উড়িষ্যা
D. ছত্তিশগড়

উঃ – পশ্চিমবঙ্গ।

6. সিন্ধু নদীর উৎপত্তিস্থল কোথায় ?

A. শেষনাগ হ্রদ
B. ভিমতাল হ্রদ
C. নাসের হ্রদ
D. মানস সরোবর হ্রদ

উঃ – মানস সরোবর হ্রদ।

7. DNA তে যে নাইট্রোজেন বেস অনুপস্থিত তা হলো –

A. সাইটোসিন
B. ইউরাসিল
C. অ্যাডিনাইন
D. থাইমিন

উঃ – ইউরাসিল।

8. ব্যাঙাচির শ্বাসযন্ত্রটি হল

A. বহিঃফুলকা
B. বুকগিল
C. বুকলাও
D. দেহত্বল

উঃ – বহিঃফুলকা।

9. মুম্বাই ও পুনের মধ্যে কোন গিরিপথটি অবস্থিত ?

A. থালঘাট
B. ভোরঘাট
C. পালঘাট
D. শেনকোট্টা

উঃ – ভোরঘাট।

10. নিম্নের কে বাদশাহ নামক গ্রন্থটির রচনা করেছিলেন ?
A. আবুল ফজল
B. কাফি খাঁ
C. আব্দুল হামিদ লাহোরি
D. মির্জা মোহাম্মদ কাজিম

উঃ – আব্দুল হামিদ লাহোরি।

এই ধরনের মক টেস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত গুরুত্বপূর্ণ সাজেশন সহ অন্যান্য নোটস আপনারা এখান থেকে পেয়ে যাবেন।

Recent Posts

বিশেষ এই ৫ টাকার নোট থাকলেই আপনি হয়ে যাবেন লাখপতি, কিভাবে জেনে নিন

বিশেষ এই ৫ টাকার নোট থাকলেই আপনি হয়ে যাবেন লাখপতি, কিভাবে জেনে নিন। বিস্ময়কর ব্যাপার!… Read More

13 hours ago

ইন্ডিয়ান আর্মিতে মাধ্যমিক পাস যোগ্যতায় ৪১,০০০ শূন্যপদে কর্মী নিয়োগ | Indian Army Job Recruitment 2024

ইন্ডিয়ান আর্মিতে মাধ্যমিক পাস যোগ্যতায় ৪১,০০০ শূন্যপদে কর্মী নিয়োগ। ন্যুনতম মাধ্যমিক পাস বেকার চাকরী প্রার্থীদের… Read More

21 hours ago

সামনের মাস থেকেই রাজ্যের মহিলাদের মাসিক ভাতা বন্ধ হতে চলেছে, কেন জেনে নিন | WB Govt New Scheme 2024

সামনের মাস থেকেই রাজ্যের মহিলাদের মাসিক ভাতা বন্ধ হতে চলেছে, কেন জেনে নিন। রাজ্যের মহিলাদের… Read More

23 hours ago

মাসে মাসে টাকা, মহিলাদের 12000 পুরুষদের 8000 করে টাকা দেবে কেন্দ্র সরকার | Central Govt PM Kishan Scheme 2024-25

রাজ্য সরকার যেমন রাজ্যবাসীদের জন্য বিভিন্ন ধরনের নতুন নতুন জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে এসেছেন ঠিক তেমনি… Read More

2 days ago

মাধ্যমিক পাশে ভারতীয় রেলে ১ লক্ষ শূন্য পদে কর্মী নিয়োগ | 10 Pass RRB Group D Recruitment

যারা মাধ্যমিক পাস করে দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন অবশেষে তাদের ভাগ্য খুলতে চলেছে। মাধ্যমিক… Read More

2 days ago

ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (FCI) তে ১৫ হাজারের ও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ | FCI Job Recruitment 2024-25

ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (FCI) তে ১৫ হাজারের ও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ। বেকার চাকরিপ্রার্থীদের… Read More

2 days ago