পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সেরা প্রস্তুতি, পড়লেই পাস করবেন (পর্ব 43) | WB Gram Panchayat Preparation Practice Set- 43

পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে এবং এর আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে। যারা যারা পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সুবিধার্থে আজ নিয়ে আসা হল বিগত বছরের প্রশ্নের উপর ভিত্তি করে নতুন সিলেবাস অনুযায়ী বেশ কয়েকটি প্রশ্ন উত্তর। বিশেষ করে এগুলো মক টেস্ট আকারে দেওয়া হল যেগুলো আপনারা প্রথমে সমাধান করার চেষ্টা করবেন এবং প্রতিটি প্রশ্নের পাশে উত্তর দেওয়া রয়েছে।

আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা মক টেস্ট নিয়ে আসবো।

আজ আপনাদের জন্য নিয়ে আসা হলো মক টেস্ট এর পর্ব 43। আপনারা যদি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পাস করতে চান তাহলে নিয়মিত আমাদের মক টেস্ট গুলো পড়তে পারেন।

1. নিম্নের কোনটি ফ্লেক্সার পেশির উদাহরণ?

A. ট্রাইসেপস
B. বাইসেপস
C. ডেলটয়েড
D. ম্যাসেটর পেশী

Ans – বাইসেপস।

2. দয়ারাম সাহানি নিম্নের কোন সভ্যতাটি আবিষ্কার করেন?

A. লোথাল
B. হরপ্পা
C. আলমপীরপুর
D. ধোলাভিরা

Ans – হরপ্পা

3. সৌরজগতের নিকটতম নক্ষত্রের নাম কি?

A. প্রক্সিমা সেন্টাউরি
B. সিরিয়াস
C. গ্যানিমিড
D. বুধ

Ans – প্রক্সিমা সেন্টাউরি।

4. নিম্নের কে ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রধান?

A. প্রধানমন্ত্রী
B. রাষ্ট্রপতি
C. উপরাষ্ট্রপতি
D. প্রতিরক্ষা মন্ত্রী

Ans – রাষ্ট্রপতি‌।

5. নাগার্জুন সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত?

A. অন্ধ্রপ্রদেশ
B. রাজস্থান
C. মধ্যপ্রদেশ
D. উত্তরপ্রদেশ

Ans – অন্ধ্রপ্রদেশ।

6. শ্রীনগর শহরটি কে প্রতিষ্ঠা করেন?

A. গিয়াসউদ্দিন তুঘলক
B. গুরু রামদাস
C. সম্রাট অশোক
D. আকবর

Ans – সম্রাট অশোক ।

7. কোন ভিটামিন ফ্রাটে দ্রবীভূত হয়?

A. ভিটামিন C
B. ভিটামিন A
C. ভিটামিন K
D. ভিটামিন D

Ans – ভিটামিন D

8. কাকে পশ্চিমী সভ্যতার ইনকিউরেটর বলা হয়?

A. লোহিত সাগর
B. কৃষ্ণা সাগর
C. কাম্পিয়ান সাগর
D. ভূমধ্যসাগর

Ans – ভূমধ্যসাগর।

9. কেন্দ্রীয় মন্ত্রীদের কে নিয়োগ করেন?

A. ভারতের প্রধানমন্ত্রী
B. ভারতের রাষ্ট্রপতি তার ইচ্ছা অনুযায়ী
C. ভারতের উপরাষ্ট্রপতি
D. প্রধানমন্ত্রীর সুপরামর্শে রাষ্ট্রপতি

Ans – প্রধানমন্ত্রীর সুপরামর্শে রাষ্ট্রপতি।

10. শৈবালের শুষ্ক অঞ্চল থেকে জলের দিকে চলন কে কি বলে?

A. থার্মোন্যাস্টি
B. হাইড্রোট্যাকটিক
C. ফটোট্যাকটিক
D. সিসমোন্যাস্টি

Ans – হাইড্রোট্যাকটিক।

এই ধরনের মক টেস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত গুরুত্বপূর্ণ সাজেশন সহ অন্যান্য নোটস আপনারা এখান থেকে পেয়ে যাবেন।

আরও খবর পড়ুন: CLICK HERE 

নিত্যনতুন এই ধরনের মক টেস্ট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।

Join Telegram Channel : CLICK HERE

Leave a comment