পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সেরা প্রস্তুতি, পড়লেই পাস করবেন (পর্ব 44) | WB Gram Panchayat Preparation Practice Set-44

পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে এবং এর আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে। যারা যারা পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সুবিধার্থে আজ নিয়ে আসা হল বিগত বছরের প্রশ্নের উপর ভিত্তি করে নতুন সিলেবাস অনুযায়ী বেশ কয়েকটি প্রশ্ন উত্তর। বিশেষ করে এগুলো মক টেস্ট আকারে দেওয়া হল যেগুলো আপনারা প্রথমে সমাধান করার চেষ্টা করবেন এবং প্রতিটি প্রশ্নের পাশে উত্তর দেওয়া রয়েছে।

আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা মক টেস্ট নিয়ে আসবো।

আজ আপনাদের জন্য নিয়ে আসা হলো মক টেস্ট এর পর্ব 44। আপনারা যদি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পাস করতে চান তাহলে নিয়মিত আমাদের মক টেস্ট গুলো পড়তে পারেন।

1. যমুনোত্রী হিমবাহ থেকে নিম্নের কোন নদী উৎপত্তি হয়েছে?

A. মাহি
B. তাপ্তি
C. যমুনা
D. কাবেরী

Ans – যমুনা।

2. চক্রপাণি দত্ত নিম্নের কোন গ্রন্থটি রচয়িতা করেন

A. বৃহৎসংহিতা
B. আয়ুর্বেদ দীপিকা
C. নাট্যশাস্ত্র
D. মত্তবিলাস

Ans – আয়ুর্বেদ দীপিকা।

3. কার চামড়ার নিচে পুরু ব্লাবারের স্তর থাকে?

A. কচ্ছপ
B. সাপ
C. তিমি
D. ব্যাং

Ans – তিমি।

4. সংবিধানের কোন অনুচ্ছেদে ধর্ম পালনের স্বাধীনতা দান করে?

A. অনুচ্ছেদ 21
B. অনুচ্ছেদ 26
C. অনুচ্ছেদ 29
D. অনুচ্ছেদ 32

Ans – অনুচ্ছেদ 26

5. ভারতের কোন বন্দর সর্বাধিক লৌহ আকরিক রপ্তানি করে?

A. মহারাষ্ট্র
B. উত্তরপ্রদেশ
C. গোয়া
D. গুজরাট

Ans – গোয়া।

6. টিকাকরণ পদ্ধতি প্রথম কে আবিষ্কার করেন?

A. আলেকজান্ডার ফ্লেমিং
B. লুই পাস্তুর
C. এডওয়ার্ড জেনার
D. রবার্ট হুক

Ans – এডওয়ার্ড জেনার

7. নিউইয়র্ক শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

A. লিফি
B. হাডসন
C. মিসিসিপি
D. টেমস

Ans – হাডসন।

8. কত সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনটি ঘটে?

A. 1919
B. 1928
C. 1930
D. 1931

Ans – 1930.

9. কোন নদীর দক্ষিণে দাক্ষিণাত্য মালভূমি অবস্থিত?

A. নর্মদা
B. কৃষ্ণা
C. কাবেরী
D. যমুনা

Ans – নর্মদা।

10. আশাপূর্ণা দেবী নিম্নের কোন বইটি রচনা করেন

A. খেরোর খাতা
B. অরণ্যের অধিকার
C. টুনটুনির গল্প
D. প্রথম প্রতিশ্রুতি

Ans – প্রথম প্রতিশ্রুতি।

এই ধরনের মক টেস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত গুরুত্বপূর্ণ সাজেশন সহ অন্যান্য নোটস আপনারা এখান থেকে পেয়ে যাবেন।

আরও খবর পড়ুন: CLICK HERE 

নিত্যনতুন এই ধরনের মক টেস্ট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।

Join Telegram Channel : CLICK HERE

Leave a comment