পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সেরা প্রস্তুতি, পড়লেই পাস করবেন (পর্ব 47) | WB Gram Panchayat Preparation Practice Set-47

পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে এবং এর আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে। যারা যারা পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সুবিধার্থে আজ নিয়ে আসা হল বিগত বছরের প্রশ্নের উপর ভিত্তি করে নতুন সিলেবাস অনুযায়ী বেশ কয়েকটি প্রশ্ন উত্তর। বিশেষ করে এগুলো মক টেস্ট আকারে দেওয়া হল যেগুলো আপনারা প্রথমে সমাধান করার চেষ্টা করবেন এবং প্রতিটি প্রশ্নের পাশে উত্তর দেওয়া রয়েছে।

আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা মক টেস্ট নিয়ে আসবো।

আজ আপনাদের জন্য নিয়ে আসা হলো মক টেস্ট এর পর্ব 47। আপনারা যদি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পাস করতে চান তাহলে নিয়মিত আমাদের মক টেস্ট গুলো পড়তে পারেন।

1. গৌতমী ও বশিষ্ট হল কোন নদীর প্রধান শাখানদী?

A. গোদাবরী
B. কাবেরী
C. কৃষ্ণা
D. মহানদী

Ans – গোদাবরী।

2. বৃষ্টির সম্ভাবনার কথা কোন প্রাণী বুঝতে পারে?

A. কুকুর
B. পিঁপড়ে
C. মুরগী
D. বিড়াল

Ans – পিঁপড়ে।

3. কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন?

A. লর্ড ডালহৌসি
B. লর্ড কার্জন
C. লর্ড হেস্টিং
D. লর্ড ওয়েলেসলি

Ans – লর্ড ওয়েলেসলি ।

4. গ্রামী পুরস্কার দেওয়া হয় নিম্নের কোন ক্ষেত্রে?

A. সাংবাদিকতা
B. সংগীত
C. বিজ্ঞানের ক্ষেত্রে
D. কৃষি ও পরিবেশের উন্নয়নের ক্ষেত্রে

Ans – সংগীত।

5. বংশগতির একক কি?

A. নেফ্রন
B. জাইগোট
C. ডিম্বাণু
D. জিন

Ans – জিন।

6. ভারতের রেল ব্যবস্থার প্রবর্তন কে ঘটান?

A. লর্ড ডালহৌসি
B. লর্ড ক্যানিং
C. লর্ড হাডিজ
D. লর্ড রিপন

Ans – লর্ড ডালহৌসি।

7. লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত ও কোন দেশের মধ্যে কার্যকরী সীমানা?

A. চীন
B. পাকিস্তান
C. আফগানিস্তান
D. মায়ানমার

Ans – চীন।

8. আপাতো সূর্যাস্ত ও আসল সূর্যাস্তের মধ্যে সময়ের অন্তর কত ?

A. প্রায় ২ মিনিট
B. প্রায় ২০ মিনিট
C. প্রায় ১ মিনিটের অর্ধেক
D. প্রায় ১ মিনিট

Ans – প্রায় ২ মিনিট।

9. নেপানগরে উৎপন্ন হয় কোনটি?

A. তামা
B. দুধ
C. কন্টাট্যাক্ট লেন্স
D. সংবাদপত্র ছাপানো

Ans – সংবাদপত্র ছাপানো।

10. বাতাসের শহর হিসেবে পরিচিত কোন শহর ?

A. ইকুয়েডর
B. হংকং
C. শিকাগো
D. হাওয়াই দ্বীপ

Ans – শিকাগো।

এই ধরনের মক টেস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত গুরুত্বপূর্ণ সাজেশন সহ অন্যান্য নোটস আপনারা এখান থেকে পেয়ে যাবেন।

আরও খবর পড়ুন: CLICK HERE 

নিত্যনতুন এই ধরনের মক টেস্ট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।

Join Telegram Channel : CLICK HERE

Leave a comment