পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সেরা প্রস্তুতি, পড়লেই পাস করবেন (পর্ব 49) | WB Gram Panchayat Preparation Practice Set-49

Published by
targetchakri.com

পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে এবং এর আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে। যারা যারা পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সুবিধার্থে আজ নিয়ে আসা হল বিগত বছরের প্রশ্নের উপর ভিত্তি করে নতুন সিলেবাস অনুযায়ী বেশ কয়েকটি প্রশ্ন উত্তর। বিশেষ করে এগুলো মক টেস্ট আকারে দেওয়া হল যেগুলো আপনারা প্রথমে সমাধান করার চেষ্টা করবেন এবং প্রতিটি প্রশ্নের পাশে উত্তর দেওয়া রয়েছে।

আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা মক টেস্ট নিয়ে আসবো।

আজ আপনাদের জন্য নিয়ে আসা হলো মক টেস্ট এর পর্ব 49। আপনারা যদি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পাস করতে চান তাহলে নিয়মিত আমাদের মক টেস্ট গুলো পড়তে পারেন।

1. নীচের কোন রাজ্যে অষ্টমুদি হ্রদ অবস্থিত ?

A. তামিলনাড়ু
B. অন্ধপ্রদেশ
C. উড়িষ্যা
D. কেরালা

Ans – কেরালা।

2. বাজার নিয়ন্ত্রণ নীতি কে চালু করেন ?

A. আলাউদ্দিন খলজী
B. আকবর
C. মোহাম্মদ বিন তুঘলক
D. আমির খসরু

Ans – আলাউদ্দিন খলজী।

3. নাবার্ডের কাজ হল –

A. শিল্প উন্নয়ন
B. গ্রাম উন্নয়ন
C. রেলপথ উন্নয়ন
D. শহর উন্নয়ন

Ans – গ্রাম উন্নয়ন।

4. গাঙ্গোত্রী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

A. গুজরাট
B. উত্তরাখান্ড
C. তামিলনাড়ু
D. আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ

Ans – উত্তরাখান্ড।

5. নিচের কোন দেশটি মেরু অঞ্চলের অন্তর্গত ?

A. কানাডা
B. কলম্বিয়া
C. চীন
D. চিলী

Ans – কানাডা।

6. নিচের কোন গ্রন্থটি সুভাষচন্দ্র বোস রচয়িতা করেন ?

A. সত্যার্থি প্রকাশ
B. দ্য ইন্ডিয়ান স্ট্রাগল
C. আনন্দমঠ
D. আনহ্যাপি ইন্ডিয়া

Ans – দ্য ইন্ডিয়ান স্ট্রাগল ।

7. ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য আছে ?

A. 9
B. 11
C. 12
D. 17

Ans – 11.

8. দাঁত দুর্বল হয়ে যায় এবং অত্যাধিক ক্ষয়ে যায় নিচের কোনটির কারণে ?

A. ফ্লুয়োরিন
B. সোডিয়াম
C. আয়রন
D. আয়োডিন

Ans – ফ্লুয়োরিন।

9. নিম্নলিখিত কোনটি দামোদর নদীর উপনদী ?

A. বরাকর
B. হিংলা
C. ডুলুং
D. কুমারী

Ans – বরাকর।

10. মানুষের স্বাভাবিক রক্ত ?

A. আম্লিক
B. ক্ষারীয়
C. প্রশমিত
D. পরিবর্তনশীল

Ans – ক্ষারীয়।

এই ধরনের মক টেস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত গুরুত্বপূর্ণ সাজেশন সহ অন্যান্য নোটস আপনারা এখান থেকে পেয়ে যাবেন।

Recent Posts

রাজ্যের মহিলাদের মাসে মাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে | Majhi Ladki Bahin Yojna

Majhi Ladki Bahin Yojna : এই মুহূর্তে ভারতবর্ষের মূল সমস্যাগুলির মধ্যে অন্যতম হলো মহিলাদের আত্মনির্ভরশীলতা।… Read More

1 hour ago

রেলে ১ লক্ষ শূন্য পদে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো | RRB Railway Group D Recruitment 2024

RRB Recruitment 2024 : আমাদের রাজ্যে দিনের পর দিন বেড়েই চলেছে শিক্ষিত বেকারত্বের হার। সরকারের… Read More

3 days ago

মাধ্যমিক পাশে রেলে 3115 শূন্য পদে কর্মী নিয়োগ | RRB Railway Apprentice Recruitment

অবশেষে বিশাল বড় সুখবর চলে এলো সরকারি চাকরিপ্রার্থীদের জন্য। ভারতীয় রেলে বিপুল পরিমাণে কর্মী নিয়োগের… Read More

4 days ago

পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ | WB Kanyashree Recruitment

WB Kanyashree Recruitment : আমাদের রাজ্যে দিনের পর দিন বেড়েই চলেছে শিক্ষিত বেকারত্বের হার। সরকারের… Read More

5 days ago

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ | WB Health Recruitment

WB Health Recruitment : আমাদের রাজ্যে দিনের পর দিন বেড়েই চলেছে শিক্ষিত বেকারত্বের হার। সরকারের… Read More

6 days ago

পুজোর আগেই লক্ষী ভান্ডার প্রকল্প নিয়ে বিশাল বড় সুখবর, আকাশে বাতাসে খুশির বার্তা | Lakshmir Bhandar Scheme

মুখ্যমন্ত্রী মমতা বনদ্যোপাধ্যায় রাজ্যের সিংহাসনে বসার পর থেকেই পাল্টে গেছে পশ্চিমবঙ্গের হাল। ৮ থেকে ৮০,… Read More

6 days ago