পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে এবং এর আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে। যারা যারা পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সুবিধার্থে আজ নিয়ে আসা হল বিগত বছরের প্রশ্নের উপর ভিত্তি করে নতুন সিলেবাস অনুযায়ী বেশ কয়েকটি প্রশ্ন উত্তর। বিশেষ করে এগুলো মক টেস্ট আকারে দেওয়া হল যেগুলো আপনারা প্রথমে সমাধান করার চেষ্টা করবেন এবং প্রতিটি প্রশ্নের পাশে উত্তর দেওয়া রয়েছে।
আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা মক টেস্ট নিয়ে আসবো।
আজ আপনাদের জন্য নিয়ে আসা হলো মক টেস্ট এর পর্ব ৫। আপনারা যদি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পাস করতে চান তাহলে নিয়মিত আমাদের মক টেস্ট গুলো পড়তে পারেন।
1.একটি বাক্সে সমসংখক এক টাকা ৫০ পয়সা ও ২৫ পয়সা আছে, মোট ৩৫ টাকা থাকলে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত?
A. 20
B. 25
C. 30
D. 15
2. প্রধান সালোকসংশ্লেষীয় রঞ্জকটির নাম হল-
A. জ্যান্থোফিল
B. ক্লোরোফিল
C. ক্যারোটিন
D. বেসোফিল
3. দুটি পাত্রে মিশ্রণের দুধ ও জলের অনুপাত যথাক্রমে 5:2 এবং 6:1 মিশ্রণ দুটি মেশানোর পর নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে?
A. 11:3
B. 3:11
C. 8:7
D. 7:8
4. I am not Wealthy, so I cannot afford to buy ____ expensive car. (Fill with correct preposition)
A. a
B. an
C. the
D. none of these
5. দুটি সংখ্যার সমষ্টি 36 এবং তাদের পার্থক্য 6 হলে সংখ্যা দুটির অনুপাত কত?
A. 5:7
B. 7:5
C. 6:5
D. 5:6
6. কোন রাজ্যে বিখ্যাত একটি ট্রয়টেন রেল লাইন আছে ?
A. অসম
B. পশ্চিমবঙ্গ
C. মহারাষ্ট্র
D. রাজস্থান
7. একটি বিদ্যালয়ে বালক ও বালিকার সংখ্যার অনুপাত 7:13, বিদ্যালয় এ মোট বালক বালিকার সংখ্যা 400, বালক বালিকার সংখ্যার পার্থক্য কত?
A. 160
B. 140
C. 260
D. 120
7. কংগ্রেসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব পাস হয় ?
A. নাগপুর*
B. লখনউ
C. মুম্বাই
D. কলকাতা
8. 64 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 1:3 হলে মিশ্রণে দুধের পরিমাণ কত?
A. 16
B. 48
C. 15
D. 21
9. একটি কেঁচো কিসের সাহায্যে শ্বাসকার্য করে ?
A. ত্বক
B. ফুসফুস
C. ফুলকা
D. শ্বাসনালী
10. কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়-
A. 1856 খ্রিস্টাব্দে
B. 1846 খ্রিস্টাব্দে
C. 1857 খ্রিস্টাব্দে
D. 1847 খ্রিস্টাব্দে
উত্তর:
1. A. 20
2. B. ক্লোরোফিল
3. A. 11:3
4. B. an
5. A. 5:7
6. B. পশ্চিমবঙ্গ
7. D. 120
8. A. 16
9. A. ত্বক
10. C. 1857 খ্রিস্টাব্দে
এই ধরনের মক টেস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত গুরুত্বপূর্ণ সাজেশন সহ অন্যান্য নোটস আপনারা এখান থেকে পেয়ে যাবেন।
আরও খবর পড়ুন: CLICK HERE
নিত্যনতুন এই ধরনের মক টেস্ট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।
Join Telegram Channel : CLICK HERE
Hello, my name is Sujit Roy. I have been working on various jobs and informative content writing for three years. Through my experimental content writing experience, I provide valuable content on this website.