পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সেরা প্রস্তুতি, পড়লেই পাস করবেন (পর্ব 55) | WB Gram Panchayat Preparation Practice Set-55

পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে এবং এর আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে। যারা যারা পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সুবিধার্থে আজ নিয়ে আসা হল বিগত বছরের প্রশ্নের উপর ভিত্তি করে নতুন সিলেবাস অনুযায়ী বেশ কয়েকটি প্রশ্ন উত্তর। বিশেষ করে এগুলো মক টেস্ট আকারে দেওয়া হল যেগুলো আপনারা প্রথমে সমাধান করার চেষ্টা করবেন এবং প্রতিটি প্রশ্নের পাশে উত্তর দেওয়া রয়েছে।

আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা মক টেস্ট নিয়ে আসবো।

আজ আপনাদের জন্য নিয়ে আসা হলো মক টেস্ট এর পর্ব 55। আপনারা যদি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পাস করতে চান তাহলে নিয়মিত আমাদের মক টেস্ট গুলো পড়তে পারেন।

আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা মক টেস্ট নিয়ে আসবো।

1. ভারতের কোন রাজ্য সর্বপ্রথম শিশুদের জন্য “মিড ডে মিল” স্কিম চালু করেছিল ?

A. তামিলনাড়ু
B. কেরালা
C. মহারাষ্ট্র
D. গুজরাট

Ans – তামিলনাড়ু ।

2. মোহাম্মদ ইরফান আলী যিনি প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার প্রাপক , ইনি কোন দেশের রাষ্ট্রপ্রতি ?

A. ইসরাইল
B. ইউক্রেন
C. গুয়ানা
D. সংযুক্ত আরব আমিরাত

Ans – গুয়ানা।

3. কোন সংস্থা “মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি সচেতনতা প্রশিক্ষণ প্রোগ্রাম” (START) শুরু করেছে ?

A. ISRO
B. NASA
C. DRDO
D. SAARC

Ans – ISRO.

4. ভারতের জিডিপি-তে সবচেয়ে বেশি অংশ যে ক্ষেত্র তা হল –

A. কৃষিক্ষেত্রে
B. শিল্পক্ষেত্র
C. পরিসেবা ক্ষেত্র
D. বৈদেশিক বাণিজ্য ক্ষেত্র

Ans – পরিসেবা ক্ষেত্র।

5. “ নব বাংলার রূপকথা ” করা খেতাবি নাম ?

A. বিধানচন্দ্র রায়
B. সত্যজিৎ রায়
C. অরুনা আসফ আলি
D. সুভাষ চন্দ্র বসু

Ans – বিধানচন্দ্র রায়

6. ভারতে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন ?

A. ধোন্ডো কেশব কার্ভে
B. আশুতোষ মুখোপাধ্যায়
C. উইলিয়াম হান্টার
D. সৈয়দ আহমদ খান

Ans – ধোন্ডো কেশব কার্ভে।

7. প্রথম প্রতিশ্রুতি , সুবর্ণলতা উপন্যাসের রচয়িতা কে ?

A. অমরেন্দ্র চক্রবর্তী
B. উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
C. আশাপূর্ণা দেবী
D. বুদ্ধদেব গুহ

Ans – আশাপূর্ণা দেবী।

8. কোন মাটিতে কার্পাস চাষ ভালো হয় ?

A. রেগুর
B. ল্যাটেরাইট
C. পলিমাটি
D. দোঁ-আঁশ

Ans – রেগুর।

9. নিচের কোন সমুদ্র সৈকত মহাত্মা গান্ধী সৈকত নামে পরিচিত ?

A. মারারি সৈকত
B. চেরাই সমুদ্র সৈকত
C. কান্নুর সৈকত
D. কোল্লাম সৈকত

Ans – কোল্লাম সৈকত।

10. 2023 সালে 75তম সোনা দিবসের কুচকাওয়াজ কোন শহরে অনুষ্ঠিত হল ?

A. ভোপাল
B. ব্যাঙ্গালোর
C. পুনে
D. আহমেদাবাদ

Ans – ব্যাঙ্গালোর।

এই ধরনের মক টেস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত ও ক্লার্কশিপ পরীক্ষার গুরুত্বপূর্ণ সাজেশন সহ অন্যান্য নোটস আপনারা এখান থেকে পেয়ে যাবেন।

1. ভারতের কোন রাজ্য সর্বপ্রথম শিশুদের জন্য “মিড ডে মিল” স্কিম চালু করেছিল ?

A. তামিলনাড়ু
B. কেরালা
C. মহারাষ্ট্র
D. গুজরাট

Ans – তামিলনাড়ু ।

2. মোহাম্মদ ইরফান আলী যিনি প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার প্রাপক , ইনি কোন দেশের রাষ্ট্রপ্রতি ?

A. ইসরাইল
B. ইউক্রেন
C. গুয়ানা
D. সংযুক্ত আরব আমিরাত

Ans – গুয়ানা।

3. কোন সংস্থা “মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি সচেতনতা প্রশিক্ষণ প্রোগ্রাম” (START) শুরু করেছে ?

A. ISRO
B. NASA
C. DRDO
D. SAARC

Ans – ISRO.

4. ভারতের জিডিপি-তে সবচেয়ে বেশি অংশ যে ক্ষেত্র তা হল –

A. কৃষিক্ষেত্রে
B. শিল্পক্ষেত্র
C. পরিসেবা ক্ষেত্র
D. বৈদেশিক বাণিজ্য ক্ষেত্র

Ans – পরিসেবা ক্ষেত্র।

5. “ নব বাংলার রূপকথা ” করা খেতাবি নাম ?

A. বিধানচন্দ্র রায়
B. সত্যজিৎ রায়
C. অরুনা আসফ আলি
D. সুভাষ চন্দ্র বসু

Ans – বিধানচন্দ্র রায়

6. ভারতে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন ?

A. ধোন্ডো কেশব কার্ভে
B. আশুতোষ মুখোপাধ্যায়
C. উইলিয়াম হান্টার
D. সৈয়দ আহমদ খান

Ans – ধোন্ডো কেশব কার্ভে।

7. প্রথম প্রতিশ্রুতি , সুবর্ণলতা উপন্যাসের রচয়িতা কে ?

A. অমরেন্দ্র চক্রবর্তী
B. উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
C. আশাপূর্ণা দেবী
D. বুদ্ধদেব গুহ

Ans – আশাপূর্ণা দেবী।

8. কোন মাটিতে কার্পাস চাষ ভালো হয় ?

A. রেগুর
B. ল্যাটেরাইট
C. পলিমাটি
D. দোঁ-আঁশ

Ans – রেগুর।

9. নিচের কোন সমুদ্র সৈকত মহাত্মা গান্ধী সৈকত নামে পরিচিত ?

A. মারারি সৈকত
B. চেরাই সমুদ্র সৈকত
C. কান্নুর সৈকত
D. কোল্লাম সৈকত

Ans – কোল্লাম সৈকত।

10. 2023 সালে 75তম সোনা দিবসের কুচকাওয়াজ কোন শহরে অনুষ্ঠিত হল ?

A. ভোপাল
B. ব্যাঙ্গালোর
C. পুনে
D. আহমেদাবাদ

Ans – ব্যাঙ্গালোর।

এই ধরনের মক টেস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত গুরুত্বপূর্ণ সাজেশন সহ অন্যান্য নোটস আপনারা এখান থেকে পেয়ে যাবেন।

 

আরও খবর পড়ুন: 

ATM Machine Business Idea : দিনের পর দিনে বেড়েই চলেছে রাজ্যের শিক্ষিত বেকারত্বের সংখ্যা। সরকারের পক্ষ থেকে একাধিক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেও হচ্ছে না কোন লাভ। দুর্নীতির জেরে চাপা পড়ে যাচ্ছে প্রকৃত শিক্ষিত ব্যক্তিরা। এই মুহূর্তে সকলেই চেষ্টা করছে ছোট খাটো ব্যবসা করে নিজের হাত খরচ চালাতে। আজকের প্রতিবেদনে আমরা এইসমস্ত বেকার যুবক যুবতীদের জন্য একটি দুর্দান্ত আইডিয়া নিয়ে হাজির হয়েছি।

 

আজকের প্রতিবেদনের যে ব্যবসাটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হল এটিএম ফ্রাঞ্চাইজির ব্যবসা। এই ব্যবসার মাধ্যমে আপনি ঘরে বসে মাসে ভালো টাকা আয় করতে পারবেন। কিন্তু কিভাবে শুরু করবেন এই ব্যবসা? কোন কোন ব্যাংকের মাধ্যমে এই ফ্রাঞ্চাইজি দেওয়া হয়ে থাকে? সমস্ত তথ্য বিস্তারিতভাবে জানাবো আজকের প্রতিবেদনের মাধ্যমে। আর্টিকেলটি পছন্দ হলে অবশ্যই আপনার কাছের মানুষদের সাথে ভাগ করে নেবেন।

ভারতের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাঙ্ক অথবা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে এটিএম ফ্রাঞ্চাইজি নেওয়া যায়। যদিও এটিএম ফ্রাঞ্চাইজি দেওয়ার জন্য ব্যাংকগুলি ঠিকাদার নিয়োগ করে এবং তারপর বিভিন্ন এলাকায় এটিএম মেশিন ইনস্টল করা হয়। আমাদের দেশে এটিএম মেশিন ইন্সটল করার ক্ষেত্রে বেশিরভাগ ব্যাংকগুলি TATA Indicash, Muthor ATM ও India One ATM জাতীয় সংস্থাগুলির সঙ্গে চুক্তি করে।

এটিএম মেশিনের ফ্রাঞ্চাইজি নিতে হলে আপনাকে ঐসমস্ত সংস্থাগুলির মূল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। মূল ওয়েবসাইট ছাড়া অন্য কোথাও আবেদন করবেন না কেননা বর্তমানে প্রতারণা চক্র জাল বিছিয়ে রেখেছে। যদিও এটিএম ফ্রাঞ্চাইজি নিয়ে বহু প্রতারণামূলক অভিযোগ এসেছে। তাই জালিয়াতি থেকে নিজেকে সুরক্ষিত থাকা এবং সঠিক জায়গায় যোগাযোগ করা আপনার প্রধান কাজ। এবারে জানাবো আবেদনের শর্তাবলীর বিষয়ে।

এটিএম ফ্রাঞ্চাইজি নেবার জন্য আপনাকে একটি জায়গা ঠিক করতে হবে যেখানে মানুষের সমাগম বেশি। সেই জায়গায় অবশ্যই পাকা বিল্ডিং এবং ছাদ থাকতে হবে। জায়গাটি ৫০ থেকে ৮০ বর্গফুট হওয়া প্রয়োজন। আশেপাশে যে কোন এটিএম থেকে ১০০ মিটার দূরে জায়গাটি বাঁছতে হবে। এছাড়াও V-SAT বসানোর জন্য সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সম্মতি নিতে হবে। প্রতিবেদন শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের খবর দৈনিক পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করবেন।

আরও খবর পড়ুন: CLICK HERE 

নিত্যনতুন এই ধরনের প্রকল্পের আপডেট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।

 

Join Telegram Channel : CLICK HERE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *