কিছুদিনের মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন দপ্তরের পরীক্ষা এবং এর সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে প্রকাশিত ক্লার্কশিপের পরীক্ষা। যারা যারা পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য এবং ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সুবিধার্থে আজ নিয়ে আসা হল বিগত বছরের প্রশ্নের উপর ভিত্তি করে নতুন সিলেবাস অনুযায়ী বেশ কয়েকটি প্রশ্ন উত্তর। বিশেষ করে এগুলো মক টেস্ট আকারে দেওয়া হল যেগুলো আপনারা প্রথমে সমাধান করার চেষ্টা করবেন এবং প্রতিটি প্রশ্নের পাশে উত্তর দেওয়া রয়েছে।আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা মক টেস্ট নিয়ে আসবো।
আজ আপনাদের জন্য নিয়ে আসা হলো মক টেস্ট এর পর্ব 56। আপনারা যদি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত ও ক্লার্কশিপ পরীক্ষায় পাস করতে চান তাহলে নিয়মিত আমাদের মক টেস্ট গুলো পড়তে পারেন।
আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা মক টেস্ট নিয়ে আসবো।
1. আলোর তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের একক কি ?
A. ফ্যারাডে
B. ক্যান্ডেলা
C. ডাইন
D. অ্যাংস্ট্রম
Ans – অ্যাংস্ট্রম।
2. নিজের কোনটি প্লাস্টিকে ব্যবহৃত হয় ?
A. ইথিলিন
B. বিউটেন
C. অ্যামোনিয়া
D. ক্রিপটন
Ans – ইথিলিন।
3. নিম্নলিখিত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে কোনটি পাল শাসকদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল ?
A. তক্ষশীলা
B. নালন্দা
C. বল্লভী
D. বিক্রমশিলা
Ans – বিক্রমশিলা।
4. বিখ্যাত পশুপতিনাথ মন্দির কোথায় অবস্থিত ?
A. শ্রীলংকান
B. নেপাল
C. ভুটান
D. মালদ্বীপ
Ans – নেপাল।
5. মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের কে শপথ বাক্য পাঠ করায় ?
A. মুখ্যসচিব
B. রাজ্যপাল
C. বিদায়ী মুখ্যমন্ত্রী
D. হাইকোর্টের প্রধান বিচারপতি
Ans – রাজ্যপাল।
6. বক্সাইট কিসের আকরিক ?
A. তামা
B. লোহা
C. অ্যালুমিনিয়াম
D. রুপা
Ans – অ্যালুমিনিয়াম।
7. তরল সোনা বলা হয় কাকে ?
A. খনিজ তেলকে
B. জলবিদ্যুৎ কে
C. পারদকে
D. কোনটিই নয়
Ans – খনিজ তেলকে।
8. ভারতের প্রথম মেট্রোরেল কলকাতায় কোন বছর শুরু হয় ?
A. 1988
B. 1996
C. 1992
D. 1984
Ans – 1984.
9. চাপড়ামারি অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
A. বাঁকুড়া
B. দার্জিলিং
C. পুরুলিয়া
D. জলপাইগুড়ি
Ans – জলপাইগুড়ি।
10. বাসক গাছের পাতায় নিচের কোনটি পাওয়া যায় ?
A. ডাটুরিন
B. ভ্যাসিসিন
C. রেসারপিন
D. কুইনাইন
Ans – ভ্যাসিসিন।
এই ধরনের মক টেস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত ও ক্লার্কশিপ পরীক্ষার গুরুত্বপূর্ণ সাজেশন সহ অন্যান্য নোটস আপনারা এখান থেকে পেয়ে যাবেন।
আরও খবর পড়ুন: CLICK HERE
নিত্যনতুন এই ধরনের মক টেস্ট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।
Join Telegram Channel : CLICK HERE
Hello, my name is Sujit Roy. I have been working on various jobs and informative content writing for three years. Through my experimental content writing experience, I provide valuable content on this website.
মাধ্যমিক পাশে ভারতীয় ডাক বিভাগে গ্ৰুপ সি কর্মী নিয়োগ করা হচ্ছে | Post Office Group… Read More
দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতীয় রেলের পক্ষ থেকে ৫০ হাজার শূন্যপদে গ্ৰুপ ডি কর্মী… Read More
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বাড়িয়ে ২,০০০ টাকা করা হল, কবে থেকে পাবেন জেনে নিন।… Read More
পশ্চিমবঙ্গ খাদ্য সুরক্ষা দপ্তরের অধীনে আবারো নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল, বিস্তারিত জেনে… Read More
রাজ্য সরকারের এই ভাতার পরিমাণ ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৮০০ টাকা করা হল, কবে থেকে… Read More
২০২০ সালে আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এক বিশেষ প্রকল্পের সূচনা করা হয়েছিল।… Read More