পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে এবং এর আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে। যারা যারা পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সুবিধার্থে আজ নিয়ে আসা হল বিগত বছরের প্রশ্নের উপর ভিত্তি করে নতুন সিলেবাস অনুযায়ী বেশ কয়েকটি প্রশ্ন উত্তর। বিশেষ করে এগুলো মক টেস্ট আকারে দেওয়া হল যেগুলো আপনারা প্রথমে সমাধান করার চেষ্টা করবেন এবং প্রতিটি প্রশ্নের পাশে উত্তর দেওয়া রয়েছে।
আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা মক টেস্ট নিয়ে আসবো।
আজ আপনাদের জন্য নিয়ে আসা হলো মক টেস্ট এর পর্ব 55। আপনারা যদি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পাস করতে চান তাহলে নিয়মিত আমাদের মক টেস্ট গুলো পড়তে পারেন।
আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা মক টেস্ট নিয়ে আসবো।
1. ভারতে তুলা উৎপাদনে প্রথম কোন রাজ্য ?
A. গুজরাট
B. মহারাষ্ট্র
C. অন্ধপ্রদেশ
D. মধ্যপ্রদেশ
Ans – গুজরাট।
2. ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় ?
A. বৈদ্যুতিক শক্তি
B. অতিক্রান্ত দূরত্ব
C. তেজস্ক্রিয়তা
D. এরোপ্লেনের গতিবেগ
Ans – অতিক্রান্ত দূরত্ব।
3. “ভূমধ্যসাগরের চাবি” হিসেবে নিচের কোনটি পরিচিত ?
A. জিব্রাল্টার
B. সুয়েজ খাল
C. পোর্তুগাল
D. সিসিলি
Ans – জিব্রাল্টার।
4. কোন রাজ্যে বিশু(Vishu) উৎসব পালিত হয় ?
A. পাঞ্জাব
B. কর্ণাটক
C. মহারাষ্ট্র
D. কেরালা
Ans – কেরালা।
5. নিচের কোন গ্রন্থি মানব দেহেরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ?
A. পিটুইটারি গ্রন্থি
B. থাইরয়েড গ্রন্থি
C. হাইপোথ্যালামাস গ্রন্থি
D. অ্যাড্রিনাল গ্রন্থি
Ans – হাইপোথ্যালামাস গ্রন্থি।
6. কম্পাঙ্কের SI একক কি ?
A. ডায়াপ্টার
B. সেকেন্ড
C. হার্টজ
D. মিটার
Ans – হার্টজ।
7. প্রথম ভারতীয় সংবাদ সংস্থা ছিল –
A. ইন্ডিয়ান রিভিউ
B. ফ্রি প্রেস অব ইন্ডিয়া
C. হিন্দুস্তান রিভিউ
D. অ্যাসোসিয়েটেড প্রেস অব
Ans – ফ্রি প্রেস অব ইন্ডিয়া।
8. ঘোড়া ও গাধার সংকর প্রাণীকে বলা হয় ?
A. পনি
B. কোল্ট
C. মিউল
D. জেব্রা
Ans – মিউল।
9. ফ্রি থ্রো (Free Throw) দেওয়া হয় যে খেলায় ?
A. ভলিবল
B. বাস্কেটবল
C. ব্যাডমিন্টন
D. ক্রিকেট
Ans – বাস্কেটবল।
10. কাকে “সকল উত্তরাপথনাথ” বলা হত ?
A. দেববর্ধনকে
B. হর্ষবর্ধনকে
C. রাজ্যবর্ধনকে
D. ভাস্করবর্মনকে
Ans – হর্ষবর্ধনকে।
এই ধরনের মক টেস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত ও ক্লার্কশিপ পরীক্ষার গুরুত্বপূর্ণ সাজেশন সহ অন্যান্য নোটস আপনারা এখান থেকে পেয়ে যাবেন।
1. ভারতের কোন রাজ্য সর্বপ্রথম শিশুদের জন্য “মিড ডে মিল” স্কিম চালু করেছিল ?
A. তামিলনাড়ু
B. কেরালা
C. মহারাষ্ট্র
D. গুজরাট
Ans – তামিলনাড়ু ।
2. মোহাম্মদ ইরফান আলী যিনি প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার প্রাপক , ইনি কোন দেশের রাষ্ট্রপ্রতি ?
A. ইসরাইল
B. ইউক্রেন
C. গুয়ানা
D. সংযুক্ত আরব আমিরাত
Ans – গুয়ানা।
3. কোন সংস্থা “মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি সচেতনতা প্রশিক্ষণ প্রোগ্রাম” (START) শুরু করেছে ?
A. ISRO
B. NASA
C. DRDO
D. SAARC
Ans – ISRO.
4. ভারতের জিডিপি-তে সবচেয়ে বেশি অংশ যে ক্ষেত্র তা হল –
A. কৃষিক্ষেত্রে
B. শিল্পক্ষেত্র
C. পরিসেবা ক্ষেত্র
D. বৈদেশিক বাণিজ্য ক্ষেত্র
Ans – পরিসেবা ক্ষেত্র।
5. “ নব বাংলার রূপকথা ” করা খেতাবি নাম ?
A. বিধানচন্দ্র রায়
B. সত্যজিৎ রায়
C. অরুনা আসফ আলি
D. সুভাষ চন্দ্র বসু
Ans – বিধানচন্দ্র রায়
6. ভারতে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন ?
A. ধোন্ডো কেশব কার্ভে
B. আশুতোষ মুখোপাধ্যায়
C. উইলিয়াম হান্টার
D. সৈয়দ আহমদ খান
Ans – ধোন্ডো কেশব কার্ভে।
7. প্রথম প্রতিশ্রুতি , সুবর্ণলতা উপন্যাসের রচয়িতা কে ?
A. অমরেন্দ্র চক্রবর্তী
B. উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
C. আশাপূর্ণা দেবী
D. বুদ্ধদেব গুহ
Ans – আশাপূর্ণা দেবী।
8. কোন মাটিতে কার্পাস চাষ ভালো হয় ?
A. রেগুর
B. ল্যাটেরাইট
C. পলিমাটি
D. দোঁ-আঁশ
Ans – রেগুর।
9. নিচের কোন সমুদ্র সৈকত মহাত্মা গান্ধী সৈকত নামে পরিচিত ?
A. মারারি সৈকত
B. চেরাই সমুদ্র সৈকত
C. কান্নুর সৈকত
D. কোল্লাম সৈকত
Ans – কোল্লাম সৈকত।
10. 2023 সালে 75তম সোনা দিবসের কুচকাওয়াজ কোন শহরে অনুষ্ঠিত হল ?
A. ভোপাল
B. ব্যাঙ্গালোর
C. পুনে
D. আহমেদাবাদ
Ans – ব্যাঙ্গালোর।
এই ধরনের মক টেস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত গুরুত্বপূর্ণ সাজেশন সহ অন্যান্য নোটস আপনারা এখান থেকে পেয়ে যাবেন।
আরও খবর পড়ুন: CLICK HERE
নিত্যনতুন এই ধরনের মক টেস্ট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।
Join Telegram Channel : CLICK HERE
বছরের শেষে মাথায় হাত সাধারণ মানুষের। মাসের শুরুতেই আবারো রান্নার গ্যাসের দাম বাড়ল। গত ১… Read More
বর্তমান রাজ্য সরকার যেমন রাজ্যবাসীদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছেন ঠিক তেমনি কেন্দ্র সরকারও… Read More
চাকরি প্রার্থীদের জন্য আবারো নতুন করে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে… Read More
সিভিক ভলেন্টিয়ারদের জন্য বিরাট বড় সুখবর ঘোষণা করল রাজ্য সরকার। আপনি কি পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে… Read More
ন্যূনতম যোগ্যতায় নতুন করে একটি চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির… Read More
লক্ষী ভান্ডার প্রকল্প নিয়ে আবারো বিরাট বড় সুখবর দিল রাজ্য সরকার। নতুন করে আবারো লক্ষাধিক… Read More