পশ্চিমবঙ্গ সরকারি চাকরির পরীক্ষার সেরা প্রস্তুতি, পড়লেই পাস করবেন | WB Job Preparation Practice Set

আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি ভারতের কিছু অজানা তথ্য বা ভারতের কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন। যেগুলির উত্তর হয় তো আমাদের অনেকেরই জানা বা অনেকের হয়তো জানা নেই। তাই এই অজানা বা জানা প্রশ্ন গুলি আপনাদের সামনে মক টেস্ট আকারে তুলে ধরা হলো। আপনারা অবশ্যই এই প্রশ্নগুলির উত্তর সমাধান করার চেষ্টা করবেন। আর এই মক টেস্ট গুলো চাকরির পরীক্ষার ক্ষেত্রেও বিশেষ ভাবে কাজে লাগে। তাই যে সকল প্রার্থী চাকরির পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছেন তারা অবশ্যই এগুলো ভালো করে খাতায় নোট করে রাখবেন ।

পৃথিবীর সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর। আপনারা অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন।
আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিদিন আমরা একটা করে মক টেস্ট নিয়ে আসবো।

1. পৃথিবীর ফুসফুস কাকে বলা হয় ?

A. ব্ল্যাক ফরেস্ট
B. পোনি ফরেস্ট
C. পিচবরাম ফরেস্ট
D. আমাজন ফরেস্ট

Ans – আমাজন ফরেস্ট।

2. মানুষের তৈরি পৃথিবীর বৃহত্তম প্রাচীরের নাম কি?

A. বার্লিনের প্রাপ্রাচীর
C. চীনের মহাপ্রাচীর
D. ওয়েলিং ওয়াল

Ans – চীনের মহাপ্রাচীর ।

3. পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি ?

A. কাঞ্চনজঙ্ঘা
B. মাউন্ট এভারেস্ট
C. নাঙ্গা পর্বত
D. নন্দাদেবী

Ans – মাউন্ট এভারেস্ট।

4. পৃথিবীর বৃহত্তম মিস্টি জলের হ্রদ কোনটি ?

A. কাম্পিয়ান সাগর
B. উলার
C. সুপিরিয়র
D. চিল্কা

Ans – সুপিরিয়র।

5. পৃথিবীর কোন পুরুষ প্রথম এভারেস্ট বিজয় করেন ?

A. নীল আর্মস্ট্রং
B. তেনজিং নোরগে
C. মিহির সেন
D. উইলিয়ামস

Ans – তেনজিং নোরগে।

6. পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি ?

A. আমাজন বদ্বীপ
B. ইরাবদী বদ্বীপ
C. রাইন মিউস বদ্বীপ
D. সুন্দরবন

Ans – সুন্দরবন।

7. পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি ?

A. লাক্ষাদ্বীপ
B. আন্দামান
C. গ্ৰীনল্যান্ড
D. সুমাত্রা

Ans – গ্ৰীনল্যান্ড।

8. পৃথিবী ও সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি কত তারিখে হয় ?

A. ৭ জানুয়ারি
B. ১২ ফেব্রুয়ারি
C. ১৭ এপ্রিল
D. ৪ জুলাই

Ans – ৪ জুলাই।

9. পৃথিবীর প্রথম মহাকাশচারী মহিলা কে ছিলেন ?

A. কল্পনা চাওলা
B. আরতি শর্মা
C. ভেলেন্টিনা তেরেস্কোভা
D. সুনিতা উইলিয়ামস

Ans – ভেলেন্টিনা তেরেস্কোভা।

10. পৃথিবীর কোন দেশে প্রথম মহিলারা ভোট প্রদান করেন ?

A. নিউজিল্যান্ড
B. ইতালি
C. রাশিয়া
D. কানাডা

Ans – নিউজিল্যান্ড।

এই ধরনের মক টেস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন।

আরও খবর পড়ুন: CLICK HERE 

নিত্যনতুন এই ধরনের আপডেট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।

Join Telegram Channel : CLICK HERE

Leave a Comment