নতুন এক প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের ১০ হাজার টাকা করে দিচ্ছে রাজ্য সরকার | WB Krishak Bandhu Prakalpa Apply Now

By Sujit Roy

Published on:

নতুন এক প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের ১০ হাজার টাকা করে দিচ্ছে রাজ্য সরকার।

 

রাজ্যের ঘরে ঘরে প্রতিটি মহিলার জন্য বিরাট বড় খুশির খবর। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতোই বিশেষ এক প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের বছরে ১০,০০০ টাকা করে দিচ্ছে সরকার। তবে এই টাকা পেতে হলে মহিলাদের বিশেষ কয়েকটি যোগ্যতা থাকতে হবে। আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন এবং এই প্রকল্পের সুবিধা লাভ করতে চান তাহলে চলুন জেনে নেওয়া যাক কি কি যোগ্যতা থাকতে হবে? এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য কি করতে হবে? নিম্নে এই সকল বিষয় গুলি নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

রাজ্যের মহিলাদের আর্থিক সাহায্য প্রদানের উদ্দেশ্যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিশেষ প্রকল্পের সূচনা করেছেন। এই প্রকল্পের আওতায় বছরে যে ১০,০০০ টাকা করে দেওয়া হবে সেই টাকা ছয় মাস অন্তর অন্তর অর্থাৎ বছরে দুবার ৫,০০০ টাকা করে দুটি কিস্তিতে দেওয়া হবে। ইতিমধ্যেই রাজ্যের ২০ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের প্রথম কিস্তির ৫,০০০ টাকা করে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের বিধানসভা নির্বাচনের পর যখন প্রথম এই প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী সেই সময় মোট ১০ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। প্রকল্প শুরুর সময় থেকে এখন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে রাজ্যের মোট ৪০ লক্ষ মহিলা এই প্রকল্পের টাকা পেয়েছেন।

এতক্ষণ ধরে আমরা যে প্রকল্পের বিষয়ে কথা বলছি তার নাম হল সুভদ্রা যোজনা। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীর নিম্নলিখিত যোগ্যতা গুলি থাকা আবশ্যিক। যেমন-

১) আবেদনকারীকে সংশ্লিষ্ট রাজ্যের একজন স্থায়ী নাগরিক হতে হবে।

২) আবেদনকারীকে অবশ্যই একজন মহিলা হতে হবে।

৩) আবেদনকারী মহিলার বয়স ১/০৭/২০২৪ অনুযায়ী সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৬০ বছরের মধ্যে হতে হবে।

৪) আবেদনকারী মহিলার পরিবারের বার্ষিক আয় আড়াই লাখ টাকার মধ্যে হতে হবে।

৫) আবেদনকারী মহিলা যদি কোনো সরকারি চাকরি করে থাকেন তাহলে তিনি এই প্রকল্পে আবেদনের জন্য যোগ্য নন।

৬) প্রত্যেক পরিবার পিছু কেবলমাত্র একজন মহিলাকেই এই প্রকল্পের আওতায় টাকা দেওয়া হবে।

৭) কোনো মহিলা যদি আশা কর্মী বা অঙ্গনওয়ারি পদে কর্মরত হয়ে থাকেন তাহলে তিনি এই প্রকল্পের সুবিধা লাভ করতে পারবেন তবে সেই মহিলার স্বামী যদি একজন সরকারি চাকুরিজীবী হয়ে থাকেন তাহলে তিনি এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।

সম্প্রতি এই প্রকল্পের তৃতীয় পর্যায়ে যে সকল মহিলারা নাম নথিভুক্ত করেছেন তাদেরকে এই প্রকল্পের টাকা দেওয়ার প্রস্তুতি চলছে। কেন্দ্রীয় মন্ত্রী জুয়াল ওরাং, ডেপুটি চিফ মিনিস্টার প্রভাতি পারিদা ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী রবি নারায়ণ নায়েক উড়িষ্যার সুন্দরগড় জেলায় এক জন সভায় উপস্থিত থেকে নিজেরা এই প্রকল্পটি চালু করেছিলেন। শুধু তাই নয় এই জনসভায় মিটিং চলাকালীনই উড়িষ্যার মুখ্যমন্ত্রী নিজে এই প্রকল্পের আওতায় থাকা উড়িষ্যার প্রতিটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পৌঁছেছে কিনা সেই বিষয়ে সুনিশ্চিত হওয়ার জন্য তাদের প্রত্যেকের মোবাইল ফোনের মেসেজ চেক করার কথা বলেন। মুখ্যমন্ত্রীর কথা মতো নিজেদের ফোন চেক করে মহিলারা যখন দেখেন যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে তখন তারা একসঙ্গে করতালি দিয়ে মুখ্যমন্ত্রীকে সম্মান জানিয়েছিলেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থনে উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরন মাঝির উদ্যোগে উড়িষ্যার মহিলাদের আর্থিক দিক থেকে সাবলম্বী করে তুলতেই এই সুভদ্রা যোজনা নামক প্রকল্পের সূচনা করেছিলেন। আপনি যদি উড়িষ্যা রাজ্যের একজন স্থায়ী মহিলা নাগরিক হয়ে থাকেন এবং আপনার বয়স যদি ১/০৭/২০২৪ অনুযায়ী সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৬০ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আর দেরি না করে এই প্রকল্পের আওতায় নিজের নাম নথিভুক্ত করে ফেলুন আর এই প্রকল্পের সুবিধা লাভ করুন।

আরও খবর পড়ুন: CLICK HERE 

নিত্যনতুন এই ধরনের প্রকল্পের আপডেট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।

Join Telegram Channel : CLICK HERE

Leave a comment