West Bengal Job

রাজ্যের মডেল স্কুল গুলিতে একাধিক পদে কর্মী নিয়োগ | WB School Teacher Job Recruitment

Published by
Sujit Roy

রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের জন্যে আরো একটি নতুন নিয়োগের সুখবর। রাজ্যের একলব্য মডেল স্কুল গুলিতে কর্মী নিয়োগ করতে চলেছে সরকার। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হল এক্ষেত্রে কর্মী নিয়োগ করা হবে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে বেকার চাকরী প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সুতরাং আপনি যদি একজন বেকার চাকরী প্রার্থী হয়ে থাকেন এবং কোনো রকম লিখিত পরীক্ষার চাপ ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে সরকারি চাকরির খোঁজ করে থাকেন তাহলে আপনার জন্য এটা একটা সুবর্ন সুযোগ। তাই এই সুযোগ হাতছাড়া না করে শীঘ্রই আবেদন করে ফেলুন। আর আবেদন করার পূর্বে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো।

শূন্যপদের নাম-
কেন্দ্রীয় সরকার অধীনস্থ পশ্চিমবঙ্গের একলব্য মডেল স্কুল গুলিতে শিক্ষক নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্কুল গুলিতে কোনো একটি নির্দিষ্ট বিষয়ের জন্য নয় একাধিক বিষয় পড়ানোর জন্য গেস্ট টিচার নিয়োগ করা হবে। যে যে বিষয় গুলির জন্য গেস্ট টিচার নেওয়া হবে সেগুলি হল- গেস্ট টিচার (Chemistry TGT), গেস্ট টিচার( Santali TGT), গেস্ট টিচার(History TGT)।

শূন্যপদ সম্পর্কিত বিবরণ:-

গেস্ট টিচার (Chemistry TGT)-
উক্ত পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত কলেজ থেকে কেমিস্ট্রি তে অনার্স নিয়ে B.SC পাস করে থাকতে হবে। তার পাশাপাশি NCTE স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে B.ED কোর্স Complete করে থাকতে হবে। উক্ত পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১/১১/২০২৪ তারিখ অনুযায়ী ১৮-৩৮ বছরের মধ্যে। উক্ত পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ১২ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।

গেস্ট টিচার (Santali TGT)-
উল্লেখ্য পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত কলেজ থেকে সাঁওতালি ভাষায় অনার্স নিয়ে B.A পাস করে থাকতে হবে। সেইসাথে NCTE অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে B.ED কোর্স Complete করে থাকতে হবে। উক্ত পদে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১/১১/২০২৪ অনুযায়ী ১৮-৩৮ বছরের মধ্যে। উক্ত পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ১২ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।

গেস্ট টিচার (History TGT)-
উপরিউক্ত পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত কলেজ থেকে ইতিহাসে অনার্স নিয়ে গ্ৰাজুয়েশন পাস করে থাকতে হবে। সেইসঙ্গে NCTE অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে B.ED কোর্স Complete করে থাকতে হবে। এই পদে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১/১১/২০২৪ অনুযায়ী ১৮-৩৮ বছরের মধ্যে। উক্ত পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ১২ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি:-
কেন্দ্রীয় সরকার অনুমোদিত একলব্য মডেল স্কুল গুলিতে শিক্ষক পদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন পত্র জমা নেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউ ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বাছাই করে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি:-
একলব্য মডেল স্কুল গুলিতে শিক্ষক পদে চাকরির জন্য আবেদন করতে আগ্রহী চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। তার জন্য নিম্নলিখিত পদক্ষেপ গুলি অনুসরণ করতে হবে-

১) সবার প্রথমে এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করে সেখান থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে সাদা A4 সাইজ কাগজে তার একটি প্রিন্ট বের করে নিতে হবে।

২) তারপর সেখানে যথাযথ স্থানে প্রয়োজনীয় তথ্য বসিয়ে আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করে নিতে হবে।

৩) তারপর আবেদন পত্রের মধ্যে ফটো লাগানোর জন্য যে জায়গা দেওয়া হয়েছে সেখানে এক কপি পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে দিতে হবে।

৪) সবশেষে সকল প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স আবেদন পত্রের সঙ্গে যুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে নির্ধারিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে দিলেই আবেদন হয়ে যাবে।

আবেদন পত্র পাঠানোর ঠিকানা:-
পূরণ করা আবেদন পত্র নির্দিষ্ট দিন ও নির্দিষ্ট সময়ের মধ্যে নিম্নলিখিত ঠিকানাতে পাঠাতে হবে-

Office of the PO-cum-DWO, BCW
& TD, Paschim Bardhaman, 1st
Floor/2nd Floor, SDO office
building, Asansol, Pin-713304.

আবেদন পত্র পাঠানোর শেষ তারিখ:-
আবেদন পত্র উপরিউক্ত ঠিকানাতে আগামী ৫ই নভেম্বর ২০২৪ তারিখ বিকেল ৪ টের মধ্যে পাঠাতে হবে।

Recent Posts

মাধ্যমিক পাশে ভারতীয় ডাক বিভাগে গ্ৰুপ সি কর্মী নিয়োগ করা হচ্ছে | Post Office Group C Recruitment 2024

মাধ্যমিক পাশে ভারতীয় ডাক বিভাগে গ্ৰুপ সি কর্মী নিয়োগ করা হচ্ছে | Post Office Group… Read More

5 hours ago

মাধ্যমিক পাস যোগ্যতায় ভারতীয় রেলের অধীনে ৫০ হাজারেরও বেশি শূন্যপদে গ্ৰুপ ডি কর্মী নিয়োগ | Railway RRB Group D Recruitment 2025

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতীয় রেলের পক্ষ থেকে ৫০ হাজার শূন্যপদে গ্ৰুপ ডি কর্মী… Read More

12 hours ago

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বাড়িয়ে ২,০০০ টাকা করা হল, কবে থেকে পাবেন জেনে নিন | Lakhir Bhandar Prakalpa Big Update

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বাড়িয়ে ২,০০০ টাকা করা হল, কবে থেকে পাবেন জেনে নিন।… Read More

19 hours ago

পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরে নতুন করে প্রচুর কর্মী নিয়োগ | WB Food Supply Department Job Recruitment

পশ্চিমবঙ্গ খাদ্য সুরক্ষা দপ্তরের অধীনে আবারো নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল, বিস্তারিত জেনে… Read More

2 days ago

রাজ্য সরকারের এই ভাতার পরিমাণ ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৮০০ টাকা করা হল, কবে থেকে পাবেন জেনে নিন

রাজ্য সরকারের এই ভাতার পরিমাণ ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৮০০ টাকা করা হল, কবে থেকে… Read More

4 days ago

তরুণের স্বপ্ন প্রকল্পে ১০ হাজার টাকা পেতে হলে করতে হবে এই কাজ – Taruner Swapna Prakalpa

২০২০ সালে আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এক বিশেষ প্রকল্পের সূচনা করা হয়েছিল।… Read More

5 days ago