প্রাইমারিতে বাড়লো শূন্য পদের সংখ্যা, যুক্ত হলো পঞ্চম শ্রেণী | WBBPE Primary TET Pass Recruitment 2024

যারা প্রাইমারি চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য নতুন করে বিশাল বড় একটি খবর চলে এলো। প্রাথমিকের নতুন যে আপডেট এসেছে এর দারুন প্রচুর শূন্য পদের সংখ্যা বৃদ্ধি পাবে এর ফলে প্রচুর টেপ পাস চাকরি-প্রার্থীদের চাকরির সম্ভাবনা আরো বেড়ে যাবে। জাতীয় শিক্ষানীতির নিয়ম অনুযায়ী বলা হয়েছে পঞ্চম শ্রেণীকে প্রাথমিকে অন্তর্ভুক্ত করতে হবে। এর ফলে সমগ্র রাজ্যে এই নিয়ম মেনে প্রায় 17 হাজার প্রাইমারি স্কুলে পঞ্চম শ্রেণির যুক্ত করা হয়। তবে এখনো প্রায় ৩৩ হাজার প্রাইমারি স্কুলে পঞ্চম শ্রেণির যুক্ত করা হয়নি। এই সমস্ত স্কুলগুলোতে একে একে পঞ্চম শ্রেণী যুক্ত করা হবে যার ফলে প্রাথমিকের শূন্য পদের সংখ্যা প্রচুর বৃদ্ধি পাবে। ইতিমধ্যে নতুন একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে প্রাথমিক স্কুলগুলোতে পঞ্চম শ্রেণির যুক্ত করার কথা বলা হয়েছে প্রত্যেকটি জেলায় জেলায়।

ইতিমধ্যেই ২৩৩৫টি স্কুলে পঞ্চম শ্রেণির যুক্ত করার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই স্কুলগুলোতে পঞ্চম শ্রেণীর যুক্ত হওয়ার ফলে প্রাথমিকে যারা টেট পাস করে রয়েছেন তাদের অনেকটাই সুবিধা হলো কারণ শূন্য পদের সংখ্যা বৃদ্ধি পাবে। এছাড়াও যে সমস্ত স্কুলে এখনো পঞ্চম শ্রেণির যুক্ত করার জন্য পরিকাঠামো নেই সেই সমস্ত স্কুলে অতীত দ্রুত পঞ্চম শ্রেণী যুক্ত করার জন্য সমস্ত পরিকাঠামো ঠিকঠাক করার কথা বলা হয়েছে।

এর সঙ্গে জানানো হয়েছে প্রাইমারি স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই। তাই ২০২২ এ প্রাইমারি যারা ডেট পাস করে রয়েছেন তাদের অতি দ্রুত ইন্টারভিউ প্রক্রিয়ার সম্পন্ন করে নিয়োগ প্রক্রিয়া দেওয়া হবে। ইতিমধ্যেই প্রাইমারি টেট বা চাকরিপ্রার্থীরা সরকারের কাছে দাবি জানিয়েছেন ৫০ হাজার শূন্য পদে নিয়োগ করার জন্য।

ইতিমধ্যে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানিয়েছেন প্রাইমারি স্কুলগুলোতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই এবং এর ফলেই শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক পরিকাঠামো সহ পর্যাপ্ত শিক্ষক নিয়োগ না করা হলে অভিভাবকেরা সরকারি প্রাইমারি শিক্ষার প্রতি আস্থা হানবে এবং তাদের ছেলেমেয়েদের বেসরকারি স্কুলে ভর্তির দিকে উদ্যোগী হয়ে পড়বে। এর ফলে সরকারি শিক্ষাব্যবস্থা আরও ধ্বংসের মুখে অগ্রসর হবে।

অল পোস্ট গ্র‍্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারী চন্দন গরাই বলেন দুই হাজার পঁচিশে ২৩৩৫টি শূন্য পদে প্রাইমারি স্কুলে পঞ্চম শ্রেণি যুক্ত করা খুবই যুক্তিযুক্ত এবং এর সঙ্গে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করতে হবে। শিক্ষক নিয়োগ ও পরিকাঠামো উন্নয়ন না হলে শিক্ষাব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়বে এবং পঠন পাঠনের সমস্যা দেখা দিবে।

তবে যাই হোক প্রাইমারি স্কুলগুলোতে পঞ্চম শ্রেণী যুক্ত করা হলে প্রাইমারিতে শিক্ষক নিয়োগের জন্য শূন্য পদের সংখ্যা আরো বৃদ্ধি পাবে।

Download school list

আরও খবর পড়ুন: CLICK HERE

Join Telegram Channel : CLICK HERE

Leave a comment