দীর্ঘদিন পর অবশেষে WBPSC মাধ্যমে পশ্চিমবঙ্গে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি জারি | WBPSC Job Recruitment

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ যতগুলি নিয়োগকারী সংস্থা রয়েছে তার মধ্যে সবচাইতে বৃহত্তম হল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)। এবার এই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে কোনো এক ধরনের শূন্যপদে নয় বরং একইসঙ্গে দুই ধরনের শূন্যপদে রাজ্য জুড়ে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের রাজ্যের বিপুল সংখ্যক বেকার চাকরী প্রার্থীরা কর্মসংস্থানের সুযোগ পাবেন। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার যে কোনো জেলা থেকেই নারী পুরুষ নির্বিশেষে সকল বেকার চাকরী প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সুতরাং আপনারা যারা দীর্ঘদিন ধরে WBPSC এর পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার আশায় বসে রয়েছেন এবং তার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি একটি সুবর্ন সুযোগ। এই সুযোগকে হাতছাড়া না করে দ্রুত আবেদন করে ফেলুন। আর আবেদনের পূর্বে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নিন। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে খুঁটিনাটি তথ্য আলোচনা করা হল।

যে সকল বেকার চাকরী প্রার্থীরা পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাস করেন এবং ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগের অপেক্ষায় দিন গুনছেন তাদের জন্য এই সংস্থার পক্ষ থেকে একসাথে দুই ধরনের শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। যদিও এখনো পর্যন্ত সম্পূর্ণ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি তবে আপাতত সংক্ষিপ্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর পক্ষ থেকে সিভিল সার্ভিস পোস্ট ও অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস এই দুই ধরনের পদের জন্য কর্মী নিয়োগ করা হবে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।

যদিও এখনো পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি তবে আপাতত যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তাতে জানানো হয়েছে যে যেকোনো বিভাগে গ্ৰাজুয়েশন পাস করে থাকলেই যে কোনো চাকরিপ্রার্থী এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। তবে এক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী নাগরিক হতে হবে এবং তার বয়স সর্বনিম্ন ১৮ বছর বা তার উপরে হতে হবে। এছাড়া আবেদনের ক্ষেত্রে আর কি কি যোগ্যতা থাকতে হবে সেই বিষয়ে বিস্তারিত ভাবে জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।

এক্ষেত্রে দুই ধরনের পদেই আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তার জন্য সবার আগে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর সেখানে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আর যাদের আগে থেকেই রেজিস্ট্রেশন করা রয়েছে তাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। আগের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগইন করলেই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে সেখানে নিজের সম্পর্কে যাবতীয় প্রয়োজনীয় তথ্য বসিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। তারপর একে একে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে এবং নির্ধারিত আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে। সবশেষে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আবেদন হয়ে যাবে।

এখনো পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত না হলেও WBPSC এর পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে আগামী কিছুদিনের মধ্যেই এই নিয়োগের সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।

OFFICIAL WEBSITE: CLICK HERE 

Leave a comment