WBPSC মাধ্যমে রাজ্যে প্রচুর কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি জারি | WBPSC Job Recruitment 2024

চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি। পাবলিক সার্ভিস কমিশনের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদের জন্য মহিলা ও পুরুষ সকলেই আবেদন করতে পারবে। তাহলে চলুন আর দেরি না করে তারাতারি আবেদন প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

পদের নাম :- FISHERY EXTENSION OFFICER/ ASSISTANT FISHERY OFFICER/ ASSISTANT RESEARCH OFFICER / FISHERY SUPERVISOR/ ASSAY ASSISTANT

শূন্য পদ :- 81.

শিক্ষাগত যোগ্যতা :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের ৪ বছরের ব্যাচেলার ডিগ্ৰি করতে হবে Fishery Science এ। এছাড়া বাংলা ও নেপালি ভাষা পড়তে জানতে হবে।

বয়স :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে 01.01.2024. তারিখ অনুযায়ী 39 বছরের মধ্যে।

বেতন :- যে সকল প্রার্থী এই পদে চাকরি করবে তাদের প্রতি মাসে পে লেভেল 10 অনুযায়ী 32,100 টাকা থেকে শুরু করে 82,900 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট যেতে হবে তারপর রেজিস্ট্রেশন করতে হবে । রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই বৈধ ইমেল এড্রেসের ও মোবাইল নাম্বার দিতে হবে। তারপর লগইন করে আবেদন পত্রটি নির্ভুল ভাবে ফিলাপ করতে হবে। সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে এবং আবেদন ফি পেমেন্ট করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে।

আবেদন ফি :- জেনারেল ও ওবিসি প্রার্থীদের 160 টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে। অসংরক্ষিত শ্রেনির প্রার্থীদের কোন রকম আবেদন ফি পেমেন্ট করতে হবে না।

আবেদনের শেষ তারিখ :- এই পদের জন্য অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ হল 13/05/2024 তারিখ পর্যন্ত।

OFFICIAL NOTIFICATION: CLICK HERE

OFFICIAL WEBSITE/APPLY NOW: CLICK HERE 

Leave a comment