ন্যুনতম মাধ্যমিক পাস বেকার চাকরী প্রার্থীদের জন্য বিশাল বড় নিয়োগের ঘোষণা।

Fill in some text

জানানো হয়েছে যে এখানে ৪১,৮২২ টি শূন্যপদে গ্ৰুপ সি কর্মী নেওয়া হবে।

সারা দেশের যে কোনো জায়গা থেকে চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

পদের নাম মেট27,920 মাল্টি টাস্কিং স্টাফ (MTS)11,316 স্টোর কিপার1,026  ড্রাফটস ম্যান944  আর্কিটেক্ট ক্যাডার (Group A)44 বেরাক & স্টোর অফিসার120  সুপারভাইজার (Barrack & Store)534  মোট শূন্যপদ41,822

ন্যুনতম মাধ্যমিক পাস, ITI, ডিপ্লোমা ইত্যাদি যোগ্যতা গুলি থাকলে এইসব শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করা যাবে।

এক্ষেত্রে আবেদন কারী যুবকের বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে।

মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিপার্টমেন্টের সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে নির্দিষ্ট তারিখের মধ্যে অনলাইন মোডে চাকরির জন্য আবেদন করতে হবে।