লক্ষী ভান্ডার প্রকল্প নিয়ে চলে এলো বিশাল বড় একটি সুখবর

কয়েক মাস ধরে ডবল টাকা করে ঢুকতে চলেছে ব্যাংক একাউন্টে।

চলতি জুন মাসে ২ কোটি ১১ লক্ষ মহিলার ব্যাংক একাউন্টে টাকা ঢুকতে চলেছে লক্ষ্মী ভান্ডারের।

লক্ষী ভান্ডার প্রকল্পে টাকা ঢুকেছে কিনা জানতে কিভাবে চেক করবেন বাড়িতে বসে? সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি হলো- https://socialsecurity.wb.gov.in/

এরপর নিচের দিকে স্ক্রোল করে “Track Application Status” এই অপশনে ক্লিক করতে হবে।

এরপর নতুন একটি পেজ খুলবে যেখানে আবেদনকারীর সমস্ত তথ্য যেমন অ্যাপ্লিকেশন আইডি বা মোবাইল নম্বর বা স্বাস্থ্য সাথী কার্ড নম্বর বা আধার নম্বর লিখতে হবে।

এরপর এই মাসের টাকা ঢুকলো কিনা অর্থাৎ পেমেন্ট স্ট্যাটাস চেক করতে আপনার নামের উপর ক্লিক করতে হবে এবং এরপর আপনি দেখতে পাবেন আপনার স্ট্যাটাস, এখান থেকেই আপনি টাকা ঢুকেছে কিনা সেটি বুঝতে পারবেন।