সরাসরি ইন্টারভিউ দিয়ে রাজ্যের চাইল্ড হোমে কর্মী নিয়োগ | West Bengal child home recruitment

দিনের পর দিন দেশে বেড়েই চলেছে শিক্ষিত বেকারত্বের হার। সরকারের পক্ষ থেকে একাধিক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেও হচ্ছেনা কোনো লাভ। দুর্নীতির জেরে চাপা পড়ে যাচ্ছে প্রকৃত শিক্ষিত ব্যক্তিরা। এইসমস্ত শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য আজকের প্রতিবেদনে আমরা একটি খুশির খবর নিয়ে হাজির হয়েছি। কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো পশ্চিমবঙ্গ সরকার। কর্মী নিয়োগ করা হবে রাজ্যের চাইল্ড হোমে। বিস্তারিত ভাবে জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

নিয়োগকারী সংস্থা, পদের নাম ও শূন্যপদের সংখ্যা

নিয়োগকারী সংস্থা : কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে।

পদের নাম : বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের Educator ও Special Educator পদে নিয়োগ করা হবে।

বয়সের সময়সীমা, শিক্ষাগত যোগ্যতা এবং নিয়োগ প্রক্রিয়া

বয়সের সময়সীমা : এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স অবশ্যই ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা : এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো সংস্থা থেকে স্নাতক পাস করতে হবে। এছাড়াও বিস্তারিতভাবে জানতে অফিসিয়াল নোটিফিকেশনে চোখ রাখুন।

নিয়োগ প্রক্রিয়া : আবেদনকারী প্রার্থীদের এই পদের জন্য ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে।

রাজ্য সরকারের এই বিজ্ঞপ্তিতে আবেদনের পদ্ধতি

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অনলাইন মাধ্যম ব্যবহার করতে হবে। প্রথমে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। এরপর সেখানে উপস্থিত আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করতে হবে। শেষে প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাড করতে হবে। সবশেষে স্ক্যান করে nnhsamity@gmail.com ইমেইল এড্রেসে পাঠিয়ে দিলেই কাজ শেষ।

ইন্টারভিউর তারিখ— Educator পদের প্রার্থীদের ইন্টারভিউ গ্রহণ করা হবে আগামী ১০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে। Special Educator পদের প্রার্থীদের ইন্টারভিউ গ্রহণ করা হবে আগামী ৯ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে।

ইন্টারভিউর ঠিকানা— Office of the Children home for CWSN Boys, Nakashipara Nirmal Hriday Samity, Vill-Galaidaripara, P.O- Badbillwagram, P.S- Nakashipara, Dist- Nadia. Pin- 7 41126। প্রতিবেদনকে শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের খবর দৈনিক পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ফলো করবেন।

OFFICIAL WEBSITE: CLICK HERE 

OFFICIAL NOTIFICATION: CLICK HERE 

Leave a comment