লক্ষীর ভান্ডার প্রকল্পের মতো একটি প্রকল্পের মাধ্যমে ১,০০০ টাকা করে দিচ্ছে রাজ্য সরকার

বাংলার মা বোনেদের উদ্দেশ্যে এক বিশাল বড় খুশির খবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন এতদিন পর্যন্ত কেবলমাত্র লক্ষীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে বাংলার সাধারন শ্রেণীর মহিলাদের প্রতি মাসে ১০০০ টাকা করে এবং সংরক্ষিত শ্রেণীর মহিলাদের প্রতি মাসে ১,২০০ টাকা করে ভাতা দেওয়া হতো। তবে এখন থেকে লক্ষীর ভান্ডার প্রকল্পের পাশাপাশি আরও এক বিশেষ প্রকল্পের মাধ্যমে বাংলার মহিলাদের প্রতি মাসে ১,০০০ টাকা করে ভাতা দেবে রাজ্য সরকার। চলুন জেনে নেওয়া যাক রাজ্য সরকারের এই বিশেষ প্রকল্পের নাম কি, এই প্রকল্পের টাকা পেতে হলে কিভাবে আবেদন করতে হবে এবং কতদিনের মধ্যে আবেদন করতে হবে?

পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় আসার পর থেকে শুরু করে আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলা থেকে পুরুষ, যুবক থেকে যুবতী, পড়ুয়া থেকে বৃদ্ধ বৃদ্ধা সকলের কল্যানের কথা চিন্তা করে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন। এইসব প্রকল্প গুলির মধ্যে উল্লেখযোগ্য হল কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, তরুণের স্বপ্ন ইত্যাদি। এইসব প্রকল্প গুলির আওতায় প্রতি মাসে মাসে ভাতা পেয়ে থাকেন রাজ্যবাসীরা।

রাজ্য সরকারের এইসব প্রকল্প গুলির মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছে লক্ষীর ভান্ডার নামক প্রকল্পটি। এই প্রকল্পের মাধ্যমে আমাদের রাজ্যে স্থায়ী ভাবে বসবাসকারী সর্বনিম্ন ২৫ বছর থেকে শুরু করে সর্বোচ্চ ৬০ বছর বয়স পর্যন্ত মহিলাদের প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পেনশন হিসেবে দেওয়া হয়। তবে এবার থেকে এই টাকার পাশাপাশি আরও ১,০০০ টাকা করে দিচ্ছে রাজ্য সরকার।

রাজ্য সরকারের এই বিশেষ প্রকল্পের নাম হল বিধবা ভাতা প্রকল্প। ২০১০ সালে এই প্রকল্পের সূচনা করা হয়েছিল। সেই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত এই প্রকল্পটি সফল ভাবে চলছে। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিধবা মহিলাদের প্রতি মাসে ভাতা দেওয়া হয়। কেবলমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা বিধবা মহিলাদের বিধবা ভাতা প্রকল্পের মাধ্যমে ভাতা দেওয়া হয়। আবার যদি কোনো মহিলা এ রাজ্যের স্থায়ী বাসিন্দা নাও হয়ে থাকেন তাহলেও তিনি যদি টানা ১০ বছর ধরে আমাদের রাজ্যে বসবাস করে থাকেন তাহলেও তাকে বিধবা ভাতা দেওয়া হবে।

বিধবা ভাতা পাওয়ার জন্য আবেদন করতে হলে আবেদনকারী মহিলাকে তার মৃত স্বামীর ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ইনকাম সার্টিফিকেট, রেশন কার্ড, স্বামীর ডেথ সার্টিফিকেট ইত্যাদি জমা দিয়ে আবেদন করতে হবে।

বিধবা ভাতা প্রকল্পের ভাতা পাওয়ার জন্য আপনাকে আপনার নিজ এলাকাতেই আবেদন করতে হবে। চলতি মাসে অর্থাৎ ডিসেম্বর মাসের মধ্যেই আবার রাজ্য জুড়ে ক্যাম্প অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পেই আপনারা বিধবা ভাতা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও আপনারা অনলাইনের মাধ্যমেও এই ভাতা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।

আরও খবর পড়ুন: CLICK HERE 

নিত্যনতুন এই ধরনের প্রকল্পের আপডেট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।

Join Telegram Channel : CLICK HERE

Leave a comment