লক্ষ্মীর ভান্ডারের চেয়েও বড় এক প্রকল্পের মাধ্যমে ১৫০০ টাকা করে দিচ্ছে রাজ্য সরকার | West Bengal Government Yubashree Scheme

লক্ষ্মীর ভান্ডারের চেয়েও বড় এক প্রকল্পের মাধ্যমে ১৫০০ টাকা করে দিচ্ছে রাজ্য সরকার।

লক্ষ্মীর ভান্ডারের চেয়েও বড় এক প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ১৫০০ টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। এই প্রকল্পের আওতায় আবেদন করার পরের মাস থেকেই আপনি প্রতি মাসে মাসে পাবেন ১৫০০ টাকা করে। যা রাজ্য সরকারের পক্ষ থেকে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন জেনে নিই এই প্রকল্পের নাম, আবেদন পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে।

পশ্চিমবঙ্গ সরকার আমাদের রাজ্যের খেটে খাওয়া সাধারণ শ্রেণীর মানুষের জন্য একের পর এক আর্থিক সহায়তা মূলক প্রকল্পের সূচনা করেছে। স্কুল পড়ুয়া থেকে শুরু করে গৃহস্থ মহিলা এমনকি বৃদ্ধ বৃদ্ধা দের জন্যেও চালু করেছে প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকারের এইসব জনকল্যাণমূলক প্রকল্প গুলির মধ্যে অন্যতম ও সবচাইতে বেশি জনপ্রিয় হল লক্ষীর ভান্ডার প্রকল্প। যার মাধ্যমে এ রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে ১০০০ টাকা করে এবং সংরক্ষিত শ্রেণীর মহিলাদের প্রতি মাসে ১২০০ টাকা করে দেওয়া হয়।

তবে আজ আমরা যে প্রকল্পের বিষয়ে কথা বলব তার নাম হল যুবশ্রী প্রকল্প। এই প্রকল্প আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে দেওয়া হয়। যা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়।

যুবশ্রী প্রকল্পের শর্ত:-
যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ১৫০০ টাকা করে মাসিক ভাতা পেতে হলে আপনাকে যে গুরুত্বপূর্ণ শর্তটি পালন করতে হবে তা হল- সেলফ ডিক্লারেশন। অর্থাৎ প্রতি ছয় মাস পর পর এই প্রকল্পের গ্ৰাহককে সেলফ ডিক্লারেশনের মাধ্যমে রাজ্য সরকারের জানাতে হবে যে এই প্রকল্পের মাধ্যমে পাওয়া টাকা সে কোন খাতে খরচ করেছে।

আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা:-
যুবশ্রী প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করতে হলে আবেদনকারীর নিম্নলিখিত যোগ্যতা গুলি থাকতে হবে। যেমন-

১) আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে।

২) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী নাগরিক হতে হবে।

৩) আবেদনকারীর নাম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাঙ্কে নথিভুক্ত থাকতে হবে। তবেই এই প্রকল্পের জন্য আবেদন করতে করা যাবে নচেৎ যাবে না।

আবেদন করার নিয়মাবলী:-
যুবশ্রী প্রকল্পের মাধ্যমে মাসিক ১৫০০ টাকা করে পাওয়ার জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে সবার প্রথমে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে গিয়ে নিজের নাম নিবন্ধন করতে হবে। তবে সরাসরি ব্যাঙ্কে না গিয়ে অনলাইনের মাধ্যমেও এই কাজ করা যাবে। নাম নিবন্ধন প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারীকে আবেদন পত্র পূরণ করে সেটি ৬০ দিনের মধ্যে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে জমা দিতে হবে। আবেদন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হলে যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে অ্যানেক্সার ওয়ান ও অ্যানেক্সার টু এই ফর্ম দুটি ফিলাপ করতে হবে। এরপর আবেদনকারীদের মধ্যে যারা যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের আওতায় বরাদ্দ ১৫০০ টাকা করে প্রতি মাসে রাজ্য সরকারের পক্ষ থেকে পাঠানো হবে।

আরও খবর পড়ুন: CLICK HERE

Join Telegram Channel : CLICK HERE

Leave a comment