West Bengal Job

কেন্দ্রকে টেক্কা রাজ্যের! বাংলায় চালু হলো নতুন কার্ড – বছরে মিলবে ১২৫০০ টাকা | West Bengal Govt Karmashree Prakalpa

Published by
targetchakri.com

রাজ্য সরকারের তরফে আবারো একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে। আমরা দীর্ঘদিন ধরেই দেখেছি রাজ্যের সঙ্গে কেন্দ্রের সংঘাত লেগেই আছে। বছরের পর বছর ধরে এই দ্বন্দ্ব চলে আসছে কেন্দ্র-রাজ্যের মধ্যে। দীর্ঘদিন ধরেই আমাদের রাজ্য কেন্দ্রের উপরে আবার কেন্দ্র রাজ্যের উপরে বিভিন্ন ধরনের অভিযোগ তুলছে এর ফলে রাজ্যের সাধারণ মানুষ জন বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে। এরকমই কেন্দ্ররাজ্যের সংঘাতের ফলে রাজ্য সরকারের তরফ থেকে উদ্যোগ নিয়ে রাজ্যবাসীদের জন্য নতুন করে একটি প্রকল্প নিয়ে এসেছেন রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসীরা বছরে কাজ পেয়ে যাবেন এবং গ্যারান্টি সহকারে ১২৫০০ টাকা পেয়ে যেতে পারেন। তাহলে কি এই প্রকল্প কিভাবেই বা রাজ্যবাসীরা এই প্রকল্পের মাধ্যমে সুবিধা পেয়ে যাবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

ইতিমধ্যেই সমাপ্ত হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন। কিন্তু লোকসভার নির্বাচনের আগে কেন্দ্র রাজ্যের মধ্যে যে বিষয় নিয়ে বড় সংঘাত ছিল সেই বিষয়টি হল ১০০ দিনের কাজ। রাজ্য সরকারের তরফ থেকে অভিযোগ করেছিল কেন্দ্র রাজ্যের টাকা আটকে দিয়েছে কিন্তু কেন্দ্র সরকার পাল্টা অভিযোগ করেছিল তারা টাকা দিয়ে দিলেও রাজ্য সরকার হিসেব না দেওয়ার কারণে এই সংঘাত।

তবে যাই হোক রাজ্য সরকার আর কেন্দ্রের উপর নির্ভরশীল না হয়ে নিজের থেকেই বিশাল বড় একটি প্রকল্প নিয়ে এসেছেন যার নাম হল কর্মশ্রী প্রকল্প। কেন্দ্র সরকারের তরফে ১০০দিনের প্রকল্পের নাম করা হলেও ১০০ দিন কাজ পাচ্ছিল না রাজ্যের জনগণ। কিন্তু রাজ্য সরকারের এই প্রকল্পে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে বছরে ৫০ দিন কাজ দেওয়া হবে রাজ্যবাসীদের। ভোটের আগে বিভিন্ন প্রশাসনিক বৈঠকে এবং রাজ্য বাজেটের রাজ্য সরকার এই প্রকল্পের কথা ঘোষণা করেছেন। রাজ্য সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী অবশেষে এই কাজ শুরু করে দিল।

রাজ্য সরকারের তরফ থেকে ৭ জুন পর্যন্ত ৩৮ হাজার জব কার্ড তৈরি করা হয়েছে কিন্তু রাজ্য সরকারের লক্ষ্য হলো ৭৫ লক্ষ জব কার্ড তৈরি করা। এই সকল জব কার্ড হোল্ডারদের রাজ্য সরকার তার নিজের তহবিল থেকে ৫০ দিনের কাজ দেবে। কেন্দ্র সরকার যেখানে ১০০দিনের কাজ নামকরণ করলেও ১০০ দিন কিন্তু ঠিকঠাক মতো কাজ দিতে পারতো না কিন্তু রাজ্য সরকারের এই প্রকল্পের রাজ্যবাসীদের ৫০ দিন গ্যারান্টি সহকারে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

রাজ্য সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে ১০০দিনের কাজের প্রকল্পে যে টাকা দেওয়া হতো ওই একই হারে টাকা দেওয়া হবে এই ৫০ দিনের কাজের জন্য। তবে রাজ্য সরকার এখনো নিশ্চিত ভাবে বলেনি কত টাকা দেওয়া হবে। তবে সবকিছু দেখে বিচার বিবেচনা করে অনুমান করা হচ্ছে রাজ্য সরকার রাজ্যের জব কার্ড হোল্ডারদের অন্ততপক্ষে ১২৫০০ টাকা করে বছরে কাজ দেবেন।

আরও খবর পড়ুন: CLICK HERE 

নিত্যনতুন এই ধরনের প্রকল্পের আপডেট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।

Join Telegram Channel : CLICK HERE

Recent Posts

রেলে ১ লক্ষ শূন্য পদে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো | RRB Railway Group D Recruitment 2024

RRB Recruitment 2024 : আমাদের রাজ্যে দিনের পর দিন বেড়েই চলেছে শিক্ষিত বেকারত্বের হার। সরকারের… Read More

2 days ago

মাধ্যমিক পাশে রেলে 3115 শূন্য পদে কর্মী নিয়োগ | RRB Railway Apprentice Recruitment

অবশেষে বিশাল বড় সুখবর চলে এলো সরকারি চাকরিপ্রার্থীদের জন্য। ভারতীয় রেলে বিপুল পরিমাণে কর্মী নিয়োগের… Read More

4 days ago

পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ | WB Kanyashree Recruitment

WB Kanyashree Recruitment : আমাদের রাজ্যে দিনের পর দিন বেড়েই চলেছে শিক্ষিত বেকারত্বের হার। সরকারের… Read More

5 days ago

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ | WB Health Recruitment

WB Health Recruitment : আমাদের রাজ্যে দিনের পর দিন বেড়েই চলেছে শিক্ষিত বেকারত্বের হার। সরকারের… Read More

5 days ago

পুজোর আগেই লক্ষী ভান্ডার প্রকল্প নিয়ে বিশাল বড় সুখবর, আকাশে বাতাসে খুশির বার্তা | Lakshmir Bhandar Scheme

মুখ্যমন্ত্রী মমতা বনদ্যোপাধ্যায় রাজ্যের সিংহাসনে বসার পর থেকেই পাল্টে গেছে পশ্চিমবঙ্গের হাল। ৮ থেকে ৮০,… Read More

6 days ago

উচ্চ মাধ্যমিক পাশে পাট শিল্প দপ্তরে চাকরির সুযোগ, প্রতিমাসে বেতন ২১ হাজার টাকা | Jute Corporation Recruitment

Jute Corporation Recruitment : আমাদের রাজ্যে দিনের পর দিন বেড়েই চলেছে শিক্ষিত বেকারত্বের হার। সরকারের… Read More

7 days ago