আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি ভারতের কিছু অজানা তথ্য বা ভারতের কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন। যেগুলির উত্তর হয় তো আমাদের অনেকেরই জানা বা অনেকের হয়তো জানা নেই। তাই এই অজানা বা জানা প্রশ্ন গুলি আপনাদের সামনে মক টেস্ট আকারে তুলে ধরা হলো। আপনারা অবশ্যই এই প্রশ্নগুলির উত্তর সমাধান করার চেষ্টা করবেন। আর এই মক টেস্ট গুলো চাকরির পরীক্ষার ক্ষেত্রেও বিশেষ ভাবে কাজে লাগে। তাই যে সকল প্রার্থী চাকরির পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছেন তারা অবশ্যই এগুলো ভালো করে খাতায় নোট করে রাখবেন
ভারতের সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর। এগুলো পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরির পরীক্ষায় এমন কে গ্রাম পঞ্চায়েত প্রস্তুতির সহায়ক পর্ব নাম্বার – 1. আপনারা অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন।
আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিদিন আমরা একটা করে মক টেস্ট নিয়ে আসবো।
1. ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম সূর্য ওঠে ?
A. গুজরাট
B. সিকিম
C. জম্বু-কাশ্মীর
D. অরুনাচল প্রদেশ
Ans – অরুনাচল প্রদেশ।
2. ভারতে কোন সালে IPL শুরু হয়েছিল?
A. 2006 সালে
B. 2008 সালে
C. 2010 সালে
D. 2018 সালে
Ans – 2008 সালে।
3. কোন রাজ্য কথককালী নাচের জন্য বিখ্যাত?
A. কেরালা
B. মনিপুর
C. তামিলনাড়ু
D. অন্ধ্রপ্রদেশে
Ans – কেরালা।
4. ভারতের সবচেয়ে বড় নদী কোন রাজ্যে অবস্থিত ?
A. বিহার
B. গুজরাট
C. মধ্যপ্রদেশ
D. রাজস্থান।
Ans – মধ্যপ্রদেশ
5. উড়ন্ত সাপ কোন দেশে পাওয়া যায় ?
A. ভারত
B. চীন
C. জাপান
D. আমেরিকা
Ans – চীন।
6. বছরের দীর্ঘতম রাত কোন দিন হয় ?
A. 22 ডিসেম্বর
B. 21 ডিসেম্বর
C. 25 ডিসেম্বর
D. 22 আগস্ট
Ans – 22 ডিসেম্বর।
7. কোন প্রাণী একটি চোখ খুলে ঘুমায় ?
A. ভাল্লুক
B. কুকুর
C. বিড়াল
D. ডলফিন
Ans – ডলফিন।
8. কোন শহরকে ভারতের অরেঞ্জ সিটি বলা হয় ?
A. কানপুর কে
B. দিল্লি কে
C. নাগাপুর কে
D. মুম্বাই কে
Ans – নাগাপুর কে ।
9. হোয়াটসঅ্যাপ কোন দেশের কোম্পানি ?
A. ভারত
B. চীন
C. পাকিস্তান
D. আমেরিকা
Ans – আমেরিকা।
10. নিচের কোন পদার্থটি জলে ভাসে ?
A. দুধ
B. লবণ
C. তেল
D. কোনটিই নয়
Ans – তেল।
এই ধরনের মক টেস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন।
আরও খবর পড়ুন: CLICK HERE
নিত্যনতুন এই ধরনের মক টেস্ট সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হতে পারেন।
Join Telegram Channel : CLICK HERE