অবশেষে রাজ্য সরকারি কর্মীদের স্বপ্নপূরণ, ৪% নয় পারতে চলেছে আরও বেশি বেতন, এপ্রিল মাস থেকেই পাবেন

অবশেষে পূরণ হতে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি। গত কয়েক বছর ধরে ডিয়ারনেস অ্যালাউন্স (ডিএ) বৃদ্ধির দাবিতে আন্দোলনরত রাজ্যের লক্ষাধিক সরকারি চাকরি করা কর্মচারী, শিক্ষক ও পেনশনভোগীদের জন্য এবার আসতে পারে মোটা অঙ্কের টাকা, বাড়তে চলেছে প্রচুর পরিমাণে বেতন ও DA । ইতিমধ্যেই ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে ৪% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হলেও, তা পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের আশা পূরণ করতে পারেনি। কেন্দ্রীয় সরকারি কর্মীরা যেখানে ৫৩% হারে ডিএ পাচ্ছেন, সেখানে রাজ্যের কর্মীরা পাচ্ছেন মাত্র ১৮%। এই বৈষম্য দূর করতে চলেছে বড় পরিবর্তন। এর পরিপ্রেক্ষিতেই রাজ্য সরকারের তরফ থেকে বিরাট বড় সিদ্ধান্ত নেওয়া হল, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

কী আছে নতুন ঘোষণায়?

রাজ্য সরকারের তরফে জানানো ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মীদের DA ও বেতন বাড়ানো হয়েছে, ১ এপ্রিল থেকে কার্যকর হবে নতুন ডিএ বৃদ্ধির হার। বর্তমান যে সমস্ত সরকারি কর্মীরা ১৪% করে মহার্ঘ ভাতা পেয়ে যাচ্ছিলেন তারা এবার থেকে পেয়ে যাবেন ১৮%। অর্থাৎ, যদি কোন সরকারি কর্মচারী যার বেসিক বেতন ৩০,০০০ টাকা, তিনি পাবেন মাসিক অতিরিক্ত ১,২০০ টাকা। তবে এখানেই থেমে নেই খবর। রাজ্য কর্মচারীদের পক্ষের আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন, শুধু ৪% বৃদ্ধি নয়, সম্পূর্ণ বকেয়া ডিএ পাওয়ার পথেও এগিয়েছে মামলাটি। রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করা হয়েছে এবং তারা তাদের দাবি পূরণের জন্য রাজ্য সরকারকে বাধ্য করবে। কলকাতা হাইকোর্ট ও স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে ছয়বার জয়লাভ করেছেন তারা। এখন চূড়ান্ত রায়ের জন্য তাকিয়ে রয়েছেন সুপ্রিম কোর্টের দিকে। তবে মামলাটি সুপ্রিম কোর্টে যাওয়ায় সকলেই এখন সুপ্রিমকোর্টের রায়ের জন্য অপেক্ষা করছেন।

 

কত টাকা পেতে পারেন কর্মীরা?

যদি সুপ্রিম কোর্টের রায় কর্মীদের পক্ষে যায়, তাহলে শুধু বর্তমান বৃদ্ধিই নয়, গত কয়েক বছরের বকেয়া ডিএও মিলতে পারে একসঙ্গে। এর ফলে রাজ্য সরকারি কর্মীদের পকেটে একসঙ্গে মোটা অংকের টাকা ঢুকতে চলেছে। হিসাব বলছে, কোনো কর্মীর বেসিক বেতন যদি ৩০,০০০ টাকা হয়, তাহলে তিনি পেতে পারেন মাসিক অতিরিক্ত ১০,৫০০ টাকা পর্যন্ত। আর গত পাঁচ বছরের বকেয়া হিসেব করলে এককালীন প্রায় ৬ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে। অর্থাৎ বিশাল বড় মোটা অংকের একটি টাকা সরকারি কর্মীদের পকেটে ঢুকবে। এই সম্ভাবনায় উজ্জীবিত হয়ে উঠেছেন রাজ্যের সরকারি কর্মীরা। সরকারি কর্মচারীরা বলছেন, “এটা আমাদের আইনি অধিকার। বছরের পর বছর ধরে আমরা এই টাকার জন্য লড়াই করেছি।”

 

কর্মীদের প্রতিক্রিয়া

রাজ্য সরকারি কর্মীরা ৪% মহার্ঘ ভাতা বৃদ্ধিকে স্বাগত জানিয়েছেন তবে এতে তারা সন্তুষ্ট নয়। রাজ্য সরকারি কর্মীরা বলেছেন আমরা চাই কেন্দ্রীয় হারের সঙ্গে সামঞ্জস্য রেখে সম্পূর্ণ ডিএ দিতে হবে রাজ্য সরকারকে। অনেক কর্মীই মনে করছেন, এই ঘোষণা আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনৈতিক কৌশল মাত্র। তবে আইনজীবী ফিরদৌস শামিমের আশাবাদী বক্তব্যে তারা কিছুটা স্বস্তি পেয়েছেন। এবার হয়তো রাজ্য সরকারি কর্মীদের জন্য একের পর এক সুখবর আসতে চলেছে।

 

পরবর্তী পদক্ষেপ

সুপ্রিম কোর্টে মামলার শুনানি আগামী সপ্তাহে হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি একের পর এক সুপ্রিম কোর্টের রায় রাজ্য সরকারের বিপক্ষে যাচ্ছে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের ফলাফলের ওপরই নির্ভর করবে রাজ্যের কর্মীদের ভাগ্য। যদি রায় তাদের পক্ষে যায়, তাহলে এপ্রিলের বেতনের সঙ্গেই মিলতে পারে বর্ধিত ডিএ এবং বকেয়া টাকা। রাজ্য সরকার ইতিমধ্যেই এই খরচ মেটানোর জন্য বাজেটে প্রায় ৩,২০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে। এর ফলে রাজ্য সরকারি কর্মীরাও আশাবাদী যে তারা তাদের বকেয়া মহার্ঘ ভাতা পেয়ে যাবেন।

 

 

পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য এই ডিএ বৃদ্ধি নিঃসন্দেহে একটি বড় সাফল্য বলে মনে করছেন অনেকেই। দীর্ঘ কয়েক বছরের পর বছর ধরে চলে আসা তাদের আন্দোলন ও আইনি লড়াইয়ের সাফল্য এটি। এখন শুধু অপেক্ষা সুপ্রিম কোর্টের সেই ঐতিহাসিক রায়ের, যা নির্ধারণ করবে তাদের আর্থিক ভবিষ্যৎ। সকলের আশা, এই সিদ্ধান্ত শুধু কর্মীদের নয়, রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্যই একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

Leave a Comment