প্রতিবছরের মতো এ বছরও ২০২৫ এর মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে ফেব্রুয়ারি মাসে। তবে মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে সমগ্র শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকদের সকলের মনে একটাই প্রশ্ন থাকে কবে বের হবে মাধ্যমিকের রেজাল্ট। অবশেষে সকলের মনের দুশ্চিন্তা দূর করে সকলকে আশার আলো দেখাতে আজকের এই প্রতিবেদনটি। অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে ২০২৫ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তারা কিভাবে মাধ্যমিকের রেজাল্ট চেক করবেন এবং কবে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা হবে সমস্ত কিছু বিস্তারিত আপনারা এই প্রতিবেদন থেকে জেনে জেনে নিতে পারেন।
২০২৫ এ কয়েক লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন এবং সকলেই এখন পরীক্ষার ফলাফলের দিকে চেয়ে বসে আছেন। তবে চলতি বছরে পাশের হার অন্যান্য বছরের তুলনায় একটু বেশি এমনটাই জানা গেছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে এবছর পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। প্রশ্নের উত্তরে টাচ করলে সেখানে নাম্বার দেওয়ার কথা বলা হয়েছে পর্ষদের তরফ থেকে। তবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৭৫-৮০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করে। গত বছর অর্থাৎ ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৭৯ দিনের মাথায় রেজাল্ট প্রকাশিত হয়েছিল। বিগত বেশ কয়েক বছরের হিসাব অনুযায়ী মে মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যেই (আনুমানিক ১০-১৫ মে ২০২৫) মাধ্যমিক রেজাল্ট প্রকাশ হতে পারে।
আরো পড়ুনঃ রেজাল্ট দেখতে চাইলে এখানে ক্লিক করে দেখে নিন
ফলাফল প্রকাশের তারিখ ও প্রস্তুতি
পরীক্ষার সময়সূচি: এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি পরীক্ষা চলছিল ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ প্রযন্ত।
ফলাফলের তারিখ: মে মাসের দ্বিতীয় অথবা দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ ১০ থেকে ১৫ই মে রেজাল্ট প্রকাশিত হবে। রেজাল্ট দেখার সময় রোল নম্বর ও জন্মতারিখ কাছে রাখুন।
কীভাবে চেক করবেন মাধ্যমিক রেজাল্ট ২০২৫?
যারা যারা অনলাইনে রেজাল্ট চেক করতে চান তারা সরাসরি মোবাইলের মাধ্যমে অথবা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে রেজাল্ট চেক করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটটি হলো – [WBResults.nic.in](https://wbresults.nic.in) (তবে বিশ্বাস ভাবে মনে রাখবেন এটি রেজাল্ট দেখার প্রধান সাইট, তাই এখানে প্রচুর ট্রাফিক থাকতে পারে এবং রেজাল্ট দেখতে দেরি হতে পারে)। এছাড়াও পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখার বেশ কয়েকটি সাইট রয়েছে যেখানে খুব তাড়াতাড়ি রেজাল্ট দেখা যাবে। প্রধান সাইট ছাড়াও আরো যে সমস্ত সাইট আপনার রেজাল্ট চেক করতে পারবেন সেগুলি হল-
[Exametc.com](https://www.exametc.com), [IndiaResults.com](https://www.indiaresults.com), বা [Schools9.com](https://www.schools9.com)।
এরপর মাধ্যমিক রেজাল্ট 2025 লিংক সিলেক্ট করে সেখানে আপনারা আপনাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে রেজাল্ট চেক করে দেখতে পারেন। রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর এবং জন্মতারিখ (DD/MM/YYYY ফরম্যাটে) লিখুন। এরপর আপনাদের সামনে মার্কশিট চলে আসবে সেটা আপনারা এই স্ক্রিনশট করে বা ডাউনলোড করে রাখতে পারেন।
ফলাফল চেক করার বিকল্প পদ্ধতি
SMS এর মাধ্যমে রেজাল্ট চেক করতে পারেন:
SMS এর মাধ্যমে রেজাল্ট দেখতে হলে আপনারা নিচের ফরমাটে যাবতীয় তথ্য দিয়ে নিচের নাম্বারে পাঠিয়ে দিলে কিছুক্ষণ পরে মোবাইলে রেজাল্ট চলে আসবে – `WB10<SPACE>ROLLNO` লিখে 54242 নম্বরে SMS করুন (WBBSE কর্তৃক ঘোষিত হলে)।
এরপর আপনারা অনলাইনের মাধ্যমে রেজাল্ট চেক করে সেদিনই স্কুলে গিয়ে বা তার পরের দিন স্কুলে গিয়ে আপনারা অরিজিনাল মার্কসিট অফ সার্টিফিকেট সংগ্রহ করে আনতে পারেন।
রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে যদি কারো মনে অসন্তোষ থাকে এবং কেউ যদি ভাবেন আপনারা আরও বেশি নাম্বার পেতে পারেন তাহলে আপনারা রি-ভেরিফিকেশন/স্ক্রুটিনি করার সুযোগ দেওয়া হবে এবং এর জন্য WBBSE-এর নোটিফিকেশন বের করা হবে। কবে রেজাল্ট প্রকাশিত হবে এ ব্যাপারে আপনারা আরো বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য অবশ্যই নিচের দেওয়া অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন-
http://www.wbbse.org)
মাধ্যমিক রেজাল্ট সংক্রান্ত আর বিস্তারিত তথ্য জানতে হলে আপনারা আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন।