বাংলার আবহাওয়া যেন দুই মেরুর কাহিনী বলে চলেছে একদিকে উত্তরবঙ্গ অন্যদিকে দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মার্চের শেষ সপ্তাহেই গ্রীষ্মের দাবদাহ শুরু হয়েছে, অন্যদিকে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের ২৩ টি জেলার আবহাওয়ার পূর্বাভাস জানানো হলো।
দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি
তাপমাত্রা:গড় সর্বোচ্চ ৩৮-৪০°C (স্বাভাবিকের চেয়ে ৩-৪°C বেশি)
সতর্কতা: ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও হুগলিতে লু হাওয়ার সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
বিশেষ সতর্কতা: দুপুর ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাইরে বেরোনো এড়িয়ে চলুন এই সময় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
স্বাস্থ্য পরামর্শ: ডাক্তারি পরামর্শ মতে এই আবহাওয়ায় আপনাকে বেশ কিছু পদক্ষেপ মেনে চলতে হবে যেগুলি হল-
- প্রতিদিন ৩-৪ লিটার জল পান করুন
- সুতির হালকা রঙের পোশাক পরিধান করুন
- সরাসরি রোদ এড়িয়ে চলুন
উত্তরবঙ্গের ভিন্ন চিত্র
দার্জিলিং ও জলপাইগুড়ি: আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় প্রচুর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রা: দিনে গড় তাপমাত্রা থাকবে ২৪-২৬°C, রাতে গর তাপমাত্রা থাকবে ১৮-২০°C ।
ওয়েদার: মেঘলা আকাশ ও হালকা কুয়াশা
আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাস
অঞ্চল | সর্বনিম্ন তাপমাত্রা (°C) | সর্বোচ্চ তাপমাত্রা (°C) | আবহাওয়ার অবস্থা |
---|---|---|---|
কলকাতা | ৩৮ | ৪০ | শুষ্ক |
দক্ষিণ ২৪ পরগনা | ৩৭ | ৩৯ | আংশিক মেঘলা |
দার্জিলিং | ২২ | ২৪ | বৃষ্টি |
জলপাইগুড়ি | ২৫ | ২৭ | বজ্রবৃষ্টি |
আবহাওয়া বিশেষজ্ঞের মতামত
বিশেষজ্ঞদের মতে “এল নিনোর প্রভাব ও বায়ু দূষণের সম্মিলিত প্রভাবে এবার মার্চেই অস্বাভাবিক তাপমাত্রা রেকর্ড হচ্ছে,” জানালেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগের প্রধান ড. সুমিত ঘোষ। এবছর প্রচুর বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
বিঃদ্রঃ – এই প্রতিবেদনটি সরকারি ও বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যের ভিত্তিতে তৈরি। কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করুন।