West Bengal weather

West Bengal Weather Update: প্রচুর বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি হলো দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গের প্রচুর গরম

চলতি বছরে চৈত্র মাসের মাঝামাঝি থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চল জুড়ে চলছে অসহ্য গরমের দাপট, এই গরমে বাইরে বের হওয়া যেন অসহনীয় হয়ে পড়েছে। অন্য বছরের তুলনায় এ বছরে রৌদ্রের তীব্রতা এতটাই বেশি যে সকাল সকাল অর্থাৎ ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাস্তায় বের হওয়াই যেন এক অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা যেমন কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরসহ প্রায় সব জেলার বাসিন্দাদের জন্য এই গরম হয়ে দাঁড়িয়েছে এক অসহ্যনিও যন্ত্রণার নাম, এই গরমে বাইরে বের হলে হাফসাপ খাওয়ার মত অবস্থা। ইতিমধ্যেই এই সমস্ত অঞ্চলে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে, যেখানে পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গেছে।

এই পরিস্থিতিতে সকল বাসিন্দারাই এই অসহ্য গরমের হাত থেকে মুক্তির আশায় দিন গুনছিলেন। অবশেষে মনের ইচ্ছে পূরণ হতে যাচ্ছে কারণ এবার এলো কিছুটা স্বস্তির খবর। আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রচুর বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। বিশেষ করে যেগুলো উপকূলবর্তী এলাকা এবং পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাতের তীব্রতা বেশি থাকবে বলে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, আগামী বুধবার বিকেল থেকেই আকাশ মেঘলা হয়ে উঠবে এবং রাতের দিকে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টিপাত শুরু হতে পারে।

বৃষ্টিপাত হওয়ার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে আবহাওয়ার তুমুল পরিবর্তন ঘটবে এবং গরমের পরিমাণ অনেকাংশে কমে যাবে, আবহাওয়া ঠান্ডা ও শীতল হয়ে উঠবে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী জানা গিয়েছে এই বৃষ্টিপাতের পরে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে যাবে। তবে শুধুমাত্র বৃষ্টি হয়েই ক্ষান্ত থাকবে না এর সঙ্গে উপকূলবর্তী এলাকাগুলোতে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে যার ফলে আবহাওয়া আরো অনেকটা শীতল হয়ে যাবে এবং পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে উঠবে। ইতিমধ্যে এই ঝড়ো হাওয়া কোথাও কোথাও এতটা তীব্র হয়ে উঠবে যার জন্য সতর্কবার্তা জারি করে আগে থেকেই জানানো হয়েছে বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে যাওয়ার মত ঘটনা ঘটতে পারে এবং বিভিন্ন জায়গায় বিদ্যুৎ লাইনে ক্ষতিগ্রস্ত হতে পারে।

তবে আপাতত আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে এটি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে ঘটতে চলেছে তবে উত্তরবঙ্গের অবস্থা যদি আমরা বিচার করি তাহলে দেখা যায় উত্তরবঙ্গের অবস্থা সম্পূর্ণ ভিন্ন। উত্তর জেলাগুলোতে অর্থাৎ জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহসহ উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী সপ্তাহে অর্থাৎ পাঁচ থেকে সাত দিন কোনরকম আগাম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। দক্ষিণ বঙ্গের জেলা গুলোতে শুষ্ক আবহাওয়া বিরাজমান করবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে কিছু কিছু জেলায় এবং রাতের ন্যূনতম তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। রাতের দিকে উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা কিছুটা স্বাভাবিক থাকবে।

ইতিমধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়ার ফলে দক্ষিণবঙ্গের বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের যে সমস্ত কৃষিকাজ হচ্ছে সেই সমস্ত কৃষিকাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে এই সময়ে সেচের মাধ্যমে বোরো ধান চাষ করা হয় আর এই বৃষ্টিপাতের দরুন বোরো ধানসহ বিভিন্ন রবি শস্যের জন্য এই বৃষ্টি খুবই উপকারী হবে। তবে কোথাও যদি অতিবৃষ্টি হয় তাহলে ফসলের ক্ষতি হতে পারে। কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে তারা যেন আগাম প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেন।

ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে এজন্য তাদের আগাম সতর্কবার্তা অবলম্বন করতে হবে। বজ্রপাতের সময় উঁচু গাছ বা বিদ্যুতের খুটির নিচে দাঁড়ানো যাবে না এতে জীবনের ঝুঁকি বেড়ে যাবে। এছাড়াও ঝড়ো হাওয়া যখন বইবে তখন বাড়ির বাইরে বেরোনোর বারণ রয়েছে। এছাড়াও শহরাঞ্চলে আগাম সতর্কবার্তা জানিয়ে দেওয়া হয়েছে যাতে কোন জরুরি অবস্থা হলে খুব সহজেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়।

ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে চলতি সপ্তাহে মৌসুমী বায়ুর ধরুন পুরো সপ্তাহ জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাত হয়ে গেলে আবারো বায়ুর তাপমাত্রা বেড়ে যাবে এবং বায়ুর আদ্রতা কমে আবারও গরম পড়বে। তাই দক্ষিণবঙ্গের এই স্বস্তি সাময়িক সময়ের জন্য। তাই দক্ষিণবঙ্গে এই গরমের হাত থেকে বাঁচার জন্য বাসিন্দারা বৃষ্টির অপেক্ষায় চাতক পাখির মত চেয়ে রয়েছে। আবহাওয়া দপ্তরের আর বিস্তারিত খবরাখবর আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন এজন্য আমাদের নিয়মিত ফলো করবেন।

Target Chakri

Recent Posts

  • SSC

Super Numeric Post বিতর্ক: রাজ্যের কৈফিয়ত তলব হাইকোর্টে, বিকাশরঞ্জনের চেম্বার ঘেরাওয়ে উত্তেজনা

SSC মামলা নিয়ে ফের একবার উত্তপ্ত শিক্ষক শিক্ষিকারা। SSC নিয়োগ দুর্নীতি মামলায় বেশ কিছু শিক্ষক…

12 hours ago
  • Summer Vacation

Summer Vacation: এবছর মিলছে সবচেয়ে দীর্ঘ গরমের ছুটি, ৫১ দিন বন্ধ থাকবে স্কুল!

 চলতি বছরে দেশে জুড়ে তীব্র গরমের কারণে অস্বস্তিকর অবস্থায় দেশের একাধিক রাজ্যে নেওয়া হয়েছে বড়সড়…

2 days ago
  • West Bengal

বেকারদের জন্য দারুণ সুযোগ: LIC দিচ্ছে ৩০ হাজার টাকার ইন্টার্নশিপ, থাকছে সার্টিফিকেট ও সুপারিশপত্র!

যারা যারা স্নাতক পাস করে রয়েছেন সেই সমস্ত যুবক-যুবতীদের জন্য এল দারুণ সুখবর! ভারতের বৃহত্তম…

3 days ago
  • রাজ্য

Primary TET Case: ফের চাকরি হারানোর ভয়ে ৩২ হাজার শিক্ষক! সিঁদুরে মেঘ ২৮ এপ্রিল থেকে শুরু হাইকোর্টে শুনানি

কলকাতা: ৩২ হাজার প্রাইমারি চাকরি নিয়ে ফের ধোঁয়াশা। অবশেষে ৩২ হাজার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা…

3 days ago
  • রাজ্য

পশ্চিমবঙ্গে চাকরির দিশা, মুখ্যমন্ত্রীর ঘোষণা রাজ্যে আসছে এক লক্ষ নতুন নিয়োগ, স্বপ্নের দোরগোড়ায় যুবসমাজ

রাজ্যের সমস্ত বেকার যুবক-যুবতীদের জন্য বিশাল বড় সুখবর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে…

3 days ago
  • Tech News

Pradhanmantri AC Yojana 2025: ৫-স্টার এসি কিনলে মিলবে মোদির প্রকল্পে বিশেষ ছাড় ও বিদ্যুৎ ভর্তুকি! জেনে নিন কারা পাবেন সুবিধা ও কীভাবে করবেন আবেদন

ভারতের ক্রমবর্ধমান তাপপ্রবাহ ও বিদ্যুৎ খরচের চাপকে মাথায় রেখে কেন্দ্র সরকার চালু করেছে Pradhanmantri AC…

7 days ago